জানা যায়, যশোর টিচার্স ট্রেনিং কলেজে এবারের এলএলবি পরীক্ষায় যশোর শহীদ মশিয়ূর রহমান ল-কলেজ, মাগুরা ল-কলেজ, কুষ্টিয়া ল-কলেজ ও ঝিনাইদহ ল-কলেজের ২২৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। শনিবার স্বাক্ষ্য আইন বিষয়ের পরীক্ষায় অংশ নেন ২১৪ জন।
সরেজমিন দেখা যায়, সকাল সাড়ে আটটায় শুরু হওয়ায় পরীক্ষায় নকল করা যে স্বাভাবিক বিষয়ক।সকাল ১০টায় কলেজটির ২০৫ নাম্বার রুমে পরীক্ষা গ্রহণের দায়িত্ব ছিলেন সহকারী অধ্যাপক লাবনী মন্ডল। তবে পরীক্ষার তদারকি না করে তাকে বসে পত্রিকা পড়তে দেখা যায়। এই সুযোগে অধিকাংশ পরীক্ষার্থীকে অনৈতিকতার আশ্রয় নিতে দেখা যায়। এসময় পরীক্ষা কমিটির এক সদস্য এক পরীক্ষার্থীর কাছে নকল পেয়ে তা ছিড়ে বাইরে ফেলে দেন। পরে অবশ্য বেশ কয়েকজন শিক্ষার্থীর খাতা ৩০ মিনিটের জন্য আটকে রাখা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল ও জেলা থেকে একজন ম্যাজিট্রেট উপস্থিত থাকার কথা। তবে সাড়ে ১০টার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল পরীক্ষা কেন্দ্র আসলেও শনিবার জেলার কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন না।
এব্যাপারে যশোর টিচার্স ট্রেনিং কলেজে এলএলবি পরীক্ষা কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক মোহন লাল সরকার বলেন, ল-পরীক্ষায় সাধারণত এমন হয়। তবে আমরা চেষ্টা করছি যাতে নকল কম হয়।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) রফিকুল হাসান বলেন, কয়েকদিন আগে আমাকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দায়িত্ব দেওয়া হয়েছে। তাই বিষয়টি আমার জানা নেই। তবে আগামীতে যাতে সব পরীক্ষায় ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন যে জন্য ব্যবস্থা নিবো।
আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে থেকে আসা প্রতিনিধি দলের সদস্য সেকশন অফিসার জাহাঙ্গীর কবির বলেন, আমাদের আসতে কিছুটা দেরি হয়েছে। তখন পরীক্ষা হলের পরিবেশ বেশ খারাপ ছিলো। তবে পরে বিষয়টি আমরা স্বাভাবিক করেছি। কাউকে নকলের সুযোগ দেওয়া হয়নি। বেশ কয়েকজনের খাতা নিয়ে নেওয়া হয়েছে।