স্পেন সরকারের নথিভুক্ত হল ঢাকা জেলা এসোসিয়েশন মাদ্রিদ

0
0

স্পেনে অন্যতম আঞ্চলিক সংগঠন ঢাকা জেলা এসোসিয়েশন, স্পেন সরকার কর্তৃক নথিভুক্ত হওয়ার স্বীকৃতি (চিফ নং G88505649) লাভ করেছে। ঢাকা জেলা এসোসিয়েশন এর সভাপতি শাহ আলম ও সাধারন সম্পাদক এস এম মাসুদুর রহমানসহ নির্বাহী কমিটির আন্তরিক প্রচেষ্টার ফল এই আনুষ্ঠানিক স্বীকৃতি।

গত বুধবার (৩০ অক্টোবর) স্পেন সরকার কর্তৃক নথিভুক্ত হওয়ার স্বীকৃতি লাভ করায় ঢাকা জেলা এসোসিয়েশন মাদ্রিদ স্পেন এর উদ্দ্যাগে এক জরুরী আলোচনা সভা ও নৈশ্যভোজের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ আলম। সংগঠনের সাধারন সম্পাদক এস এম মাসুদুর রহমানের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক হাজী আব্দুল খালিক।আলোচনাসভায় সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্য, উদ্দেশ্য ও আগামীদিনের করণীয় তুলে ধরে বক্তব্যদেন কমিউনিটি নেতা সাইফুল ইসলাম মামুন, বাবু আহমদ, ঢাকা জেলা এসোসিয়েশনের সহ সভাপতি নাফিজ আহমদ, খোকন ডালী, আরজু মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক রুবেল সামাদ, সহ সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর, প্রচার সম্পাদক মোঃ সোহেল মিয়া, সহ প্রচার সম্পাদক মোঃ আসিফ, ক্রিরা সম্পাদক ইব্রাহিম খলিল সুমন, সহ ক্রিরা সম্পাদক রুহেল মিয়া জনি প্রমুখ।
পরে বিদায়ী কমিটির উদ্যোগে কমিউনিটি নেতৃবৃন্দের সম্মানে এক নৈশ্যভোজের আয়োজন করা হয়। এসময় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাধারন সম্পাদক কামরুজ্জামান সুন্দর, বৃহত্তর ঢাকা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া, কমিউনিটি নেতা মোজাম্মেল হোসেন মনু,ব্যাবসায়ী আব্দুল কায়ূম মাসুকসহ কমিটির নেতৃবৃন্দ।

সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় কমিটির প্রধান উপদেষ্টা হাজী আব্দুল খালিকের নিকট নতুন কমিটি গঠনের দায়ীত্ব তুলে দেয়া হয়। তিনি সবার মতামতের ভিত্তিতে শীগ্রই ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের পদক্ষেপ নিবেন। সভায়, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনকে আগামী দিনে আরো শক্তিশালী ও উদ্যম নিয়ে কাজ করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

কবির আল মাহমুদ, স্পেন

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here