নোয়াখালীতে রেসিডেন্সিয়ালের ছাত্র আবরারের দাফন সম্পন্ন

0
0

রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজ কর্তৃপক্ষ কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত নাইমুল আবরারের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (০২ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় আবরারের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ধন্যপুর গ্রামের বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্স মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এর আগে শনিবার ভোরে অ্যাম্বুলেসে করে ঢাকা থেকে নাইমুলের লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয়। নাইমুলের লাশ পৌঁছানোর পর স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় প্রতিবেশীরা নাইমুলের স্বজনদের সান্ত্বনা দেন।

জানাজা শেষে নাইমুলের বাবা মজিবুর রহমান গণমাধ্যমকর্মীদের বলেন, ছেলের মৃত্যু নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আল্লাহর হুকুম হয়েছে, তাই তিনি ছেলেকে আমাদের কাছ থেকে নিয়ে গেছেন। তবে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিলে হয়তো ভালো হতো। নাইমুলের পারিবারিক সূত্রে জানা গেছে, তিন ভাইবোনের মধ্যে সে ছিল সবার ছোট। নাইমুলের বাবা মজিবুর রহমান প্রবাসী, তবে বর্তমানে তিনি দেশে আছেন। রেসিডেন্সিয়াল মডেল কলেজ কর্তৃপক্ষ কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত নাইমুল আবরার রাহাতের মৃত্যুর কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর একটি অনুষ্ঠান চলাকালে শুক্রবার বিকালে কলেজ ক্যাম্পাসে বিদ্যুৎস্পৃষ্ট হন নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার (১৫)। কলেজের দিবা শাখার ছাত্র ছিলেন তিনি। ঢাকার আগারগাঁওয়ে পরিবারের সঙ্গে থাকতেন তিনি। এ ঘটনায় আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে শিক্ষার্থীরা বলছে, সংশ্লিষ্টদের অবহেলার কারণেই আবরারকে মারা যেতে হয়েছে।

শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অনুষ্ঠানে সিসি ক্যামেরায় ধারণ করা চিত্র ৭২ ঘণ্টার মধ্যে দিতে আয়োজক কর্তৃপক্ষ প্রথম আলোর কাছে দাবি করে। কলেজের অধ্যক্ষ এসে ঘটনার সুষ্ঠু তদন্তের বিষয়ে আশ্বস্ত করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শান্ত হন। কলেজটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম আহমেদ বলেন, নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here