মহালছড়িতে বিডি ক্লিনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

0
0

খাগড়াছড়ি জেলার মহালছড়িতে বিডি ক্লিন মহালছড়ি শাখার উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগানকে সামনে রেখে গতকাল ৩১ অক্টোবর বৃহস্পতিবার মহালছড়ির টাউন হল প্রাঙ্গনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের অানুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল মেহেদি হাসান (পিএসসি), বিশেষ অতিথি মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত, উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা শাখার বিডি ক্লিনের সমন্বয়ক শাহাদাৎ হোসেন কায়েস, মহালছড়ি বিডি ক্লিন শাখার সমন্বয়ক সানি দাশ, সহ সমন্বয়ক কাকন কর্মকার, রোভার স্কাউট মহালছড়ি কলেজ শাখা, সামাজিক সংগঠন ‘আলোর ফেরিওয়ালার’ সদস্য বৃন্দ ও বিডি ক্লিনের বিভিন্ন শাখার সদস্য বৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি ক্লিনের উদ্বোধনী ঘোষণা করেন প্রধান অতিথি লে. কর্নেল মেহেদি হাসান পিএসসি।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। বক্তারা বলেন প্রতিটি নাগরিকের উচিত দেশকে ভালোবাসা, দেশকে পরিষ্কার পরিচ্ছন্নতা করার মাধ্যমেই প্রকাশ পাবে ভালোবাসার। সবাইকে নিজ নিজ স্থান হতে দেশকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্রত নিয়ে এগিয়ে যেতে হবে। ২০২০ সালে দেশের জাতির জনকের জন্ম শতবার্ষিকী ও সূবর্ণজয়ন্তী পালন করা হবে। এই জন্য দেশকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বিশ্বের মানচিত্রে তুলে ধরার আহবান জানান বক্তারা। বক্তারা আরো বলেন বাংলাদেশকে বিশ্বের কাছে পরিষ্কার পরিচ্ছন্নতার দেশ হিসেবে পরিচয় করিয়ে দিতে হবে।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিডি ক্লীন মহালছড়ি শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে সানি দাশকে সমন্বয়ক, কাকন কর্মকারকে সহ সমন্বয়ক, মিডিয়া সালমান ও লজিস্টিক হিসেবে এরফান উদ্দিনের নাম ঘোষণা করা হয় ।

কলিন চাকমা, (খাগড়াছড়ি) মহালছড়ি প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here