মধ্যরাতে উঠছে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

0
0

মা ইলিশ রক্ষায় সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে। ফলে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকেই ইলিশ শিকারে নামতে পারবেন জেলেরা। এদিকে, নিষেধাজ্ঞা উঠায় মাছ ধরাতে সব প্রস্তুতি শেষ করেছেন উপকূলের জেলেরা। নৌযান মেরামতের পাশাপাশি ইলিশ শিকারে তারা সংগ্রহ করেছেন জাল, দড়িসহ নানা সামগ্রী। এরই মধ্যে অবতরণ কেন্দ্রে চালু হয়েছে বরফ কলগুলোও।

চাঁদপুর জেলা মৎস্য মৎস্য অফিস জানিয়েছে, জেলা ও উপজেলা টাস্কফোর্স ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২৭৭টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে প্রায় ৭ মেট্রিক টন ইলিশ ও ৭৩ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে ১০০টি। এসব ঘটনায় মামলা হয়েছে ২১১টি। জরিমানা আদায় করা হয়েছে ৩ লাখ ৬০ হাজার টাকা এবং কারাদণ্ড হয়েছে ১৯৩ জন জেলের।

চাঁদপুর সদর উপজেলার বহরিয়া এলাকার জেলে করিম মাঝি বলেন, সরকার এ নিষেধাজ্ঞা দিয়েছে আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই। তাই আমরাও নিষেধাজ্ঞা মেনে চলছি। আশা করি, এখন আমরা ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরতে পারবো। চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী বলেন, আমাদের জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, নৌপুলিশ, কোস্টগার্ড, জেলা পুলিশ, মৎস্য অফিসের কর্মকর্তারা সার্বক্ষণিক নদীতে অবস্থান করেছেন। যে কারণে আমাদের ৭০ কিলোমিটার নদী এলাকায় মা ইলিশ রক্ষায় যথেষ্ট সফলতা পেয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here