শিক্ষার্থীদের জন্য নেই বাথরুম, নোংরা পরিবেশে পাঠদান

0
36

সরকারী প্রাথমিক বিদ্যালয় শিশু শিক্ষার প্রাণকেন্দ্র। শিশুরা যেখানে প্রাণ খুলে হাঁসি আনন্দে বেড়ে উঠে। শিশু, শৈশব মানেই একটু খামখেয়ালিপনা এটাই স্বাভাবিক। তাদের সুন্দর পরিবেশে কিছু শেখানোর দায়িত্বটা শিক্ষকের। কিন্তু লালমনিরহাটের হাজী জফুর উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়টিতে পরিবেশ দিক একেবারে ভিন্নচিত্র। যেখানে শ্রেণীকক্ষ থেকে শুরু করে বিদ্যালয় আঙ্গিনা পর্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। নেই শিক্ষার্থীদের বাথরুম।শিক্ষার্থীদের বাথরুমের বরাদ্দের টাকা প্রধান শিক্ষক পারভীন আক্তারে নিজ অফিস বাথরুম নির্মাণসহ তার বিরুদ্ধে দুর্নীতি ও স্কুল ফাঁকির অভিযোগ উঠেছে।

জানা গেছে, ১৯৮৭ সালে লালমনিরহাট সদর উপজেলার অদুরে খুনিয়াগাছ ইউনিয়ন কালমাটি খোলাহাটি গ্রামের সভ্রান্তপরিবারে হাজী জফুর উদ্দিনের দেওয়া ৪৫ শতক জমির ওপর স্থাপিত হয় ‘হাজী জফুর উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়টি’। প্রতিষ্টা হওয়ার পর থেকে তিস্তা নদী ভাঙ্গন কবলিত খুনিয়াগাছ এলাকার শিশুদের শিক্ষা ক্ষেত্রে অবদান রেখেই চলছে। এ বিদ্যালয়টিতে ২৫ জুলাই ২০১৯ ইং তারিখে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন পারভীন আক্তার। এরপর থেকে তিনি বেশকিছু অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন।

মামলা সংক্রান্ত জটিলতায় নামমাত্র এডহক কমিটি থাকার সুবাদে প্রধান শিক্ষক পারভীন আক্তারের বিরুদ্ধে স্কুল ফাঁকি ও সংস্কারে অর্থ আত্মসাতসহ বেশ ক’টি গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছেন অভিভাবক সদস্যরা। ছাত্র/ছাত্রীদের বাথরুম ও নলকুপ মেরামত, ভবন রং ও বিদ্যালয়ের সম্মুখে বারান্দায় উঠা অসমাপ্ত কাজ মেরামতের জন্য প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা বরাদ্দ দেন। ওই বরাদ্দ দিয়ে নিজের বাথরুমে নাম মাত্র কাজ করে বাদবাকী অর্থ ভাগাভাগি করে আত্মসাৎ করেছেন। প্রতিবছরে সরকার ছোট সোনামনিদের জন্য খেলনা উপকরণ ক্রয়সহ স্লিপের টাকা বরাদ্দ দিলেও তার কোন হদিস নেই। যা তদন্ত করলেন প্রমাণ মিলবে, প্রধান শিক্ষক পারভীন আক্তার যোগদানের পর কি পরিমাণ অনিয়ম করছেন।

অভিভাবক সদস্যরা বাবলু মিয়া ও আপিয়ার রহমান জানান, বিদ্যায়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার সঠিক সময় স্কুল আসেন না। তার বাসা লালমনিরহাট শহরের হাড়ীভাঙ্গায়। সেখান থেকে স্কুল যেতে ঘন্টা খানেক সময় লাগে, তিনি ওই অজুহাত তুলে প্রতিদিন ১০ থেকে ১১ টার পরে স্কুল আসলেও অনেক সময় হাজিরা খাতা স্বাক্ষর করে শিক্ষা অফিসের কথা বলে চলে যান। প্রতিবছরে সরকার স্লিপের টাকা দিলেও স্কুলে নেই কোন ফুলের বাগান, পরিস্কার-পরিচ্ছন্নতা, বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীর জন্য নেই বাথরুম। বিদ্যালয় সংলগ্ন একটি পুরাতন বাথরুম থাকলেও তার দরজা নেই, রাথরুমের বসার স্থান মল-মুত্রে দগ্ধে কেউ চাপতে পারে না। তারপাশে আরও একটি বাথরুমে দরজা থাকলেও তালা ঝুলছে সারাদিন। সাথে আছে পানির নলকুপ, যার গোড়ার দিকে তাকানো যায় না। ফলে এ স্কুলের ছাত্র/ছাত্রীরা খোলা আকাশের নিচে ঝোপঝাড় ও হাইস্কুলের পিছনে মাল ত্যাগ করা পরিবেশ নষ্ট হচ্ছে। এ ছাড়াও বিদ্যালয়টিতে মা ও অভিভাবক সমাবেশসহ জাতীয় দিবস পালন করা হচ্ছে না।

অথচ চলতি বছরে ২৮ জানুয়ারি প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম- আল হোসেন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রতি গুরুত্ব দেওয়া হলেও তা মানছেন না হাজী জফুর উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এ বিষয়ে খোলাহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী বুলু বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাথরুমটি অনেক দিন ধরে অকেজো। এ স্কুলের শিক্ষার্থীরা হাই স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে। শিশুরা স্কুলের পিছনে খোলা আকাশের নিচে মল ত্যাগ করছেন।
এ ব্যাপারে হাজী গফুর উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পারভীন আক্তার বলেন, আমার বাসা শহরে, তাই স্কুল আসতে একটু বিলম্ব হয়। তা আমি স্বীকার করছি। আমি যোগদানের পর ১ লক্ষ ৩৫ হাজার বরাদ্দ পেয়েছি। তা দিয়ে বিদ্যালয়ের ভবন রং ও অফিস বাথরুম করছি। তাছাড়া আমি কোন অনিয়ম ও দুর্নীতি করি নাই। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমজান আলী সরকার সব জানেন।

লালমনিরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমজান আলী সরকার বলেন, সকাল ৯ টার মধ্যেই শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। কেউ যদি যথা সময় উপস্থিত না হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া কোন অনিয়ম দুর্নীতির অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here