বিমানের নিরাপদ উড্ডয়ন ও রক্ষণাবেক্ষণে বিশেষ যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ষষ্ঠ আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনারের সমাপনীতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে আকাশপথের সেতু হিসেবে গড়ে তুলতে চান তিনি। নিরাপদ উড্ডয়ন নিশ্চিত করতে পারস্পারিক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ঢাকায় হয়ে গেল তিনদিনের ষষ্ঠ আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার। এবার বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, ইটালি, চীন, শ্রীলঙ্কাসহ ১৬টি দেশের সামরিক-বেসামরিক কর্মকর্তারা অংশ নিয়েছেন।
বিমানের আধুনিকায়নে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আকাশপথে নিউইয়র্ক, টরেন্টো, সিডনির মতো দূরবর্তী গন্তব্যেও বিমানকে নিয়ে যেতে চায় বাংলাদেশ। প্রধানমন্ত্রী আশা করেন, ভৌগলিক অবস্থা বিবেচনায় বাংলাদেশ প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধন হবে। সমাপনী অনুষ্ঠানে তিনদিনের সেমিনারে অংশ নেয়া সদস্যদের সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।