গাজীপুরে ফেসবুক আইডি’র মাধ্যমে পুলিশ বাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে দু’জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তারা হলো- গাজীপুরের কাপাসিয়া উপজেলার সোহাগপুর এলাকার মৃত আঃ আহাদের ছেরে হাবিবুর রহমান (৩০) ও একই এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে রায়হান মিয়া (২০)।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) আমিনুল ইসলাম জানান, কাপাসিয়া থানাধীন সিংহশ্রী ইউনিয়নের সোহাগপুর বাজারে জনৈক হাদিউল ইসলামের মুদি দোকানের সামনে বসে ফেসবুক আইডি’র মাধ্যমে পুলিশ ও সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছে। এ গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে হাবিবুর রহমান ও রায়হান মিয়াকে আটক করে। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়। পরে মোবাইল সেটের মাধ্যমে তাদের ফেসবুক আইডিতে প্রবেশ করলে দেখা যায় ফেসবুক প্রোফাইলে বাংলাদেশ পুলিশ বাহিনীর বিরুদ্ধে ‘‘জঙ্গি পুলিশ হাটাও, দেশটাকে বাঁচাও’’ শিরোনামে অপপ্রচার চালিয়েছে। তারা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি ও বাংলাদেশ পুলিশ বাহিনীর সুনাম ক্ষুন্ন করিবার লক্ষে এসব অপপ্রচার চালাচ্ছিল। এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মোস্তাফিজুর রহমান টিটু
স্টাফ রিপোর্টার, গাজীপুর।