মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ১০বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

0
0

মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্থরা। রবিবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার হৈয়া মিয়া বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্থ আমান উল্ল্যাহ জানান বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়ে পরে পাশে থাকা গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয়। মহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে ১০টি ঘর সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থরা হলেন লিয়াকত আলী, মফিজুল হক, শহিদুল উল্ল্যাহ, আমান উল্লাহ, গোলাম কাদের, কামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার হামিদ হক, শাফায়েত উল্লাহ, মকসুদ আহম্মেদ সহ অন্তঃত ১০ টি কাচা, আধাপাকা ঘর সম্পূর্ণ ছাই হয়ে যায়। এতে অনেকের জমির দলিল, নগদ টাকা, মূল্যবান স্বর্ণালংকার সহ সর্বস্ব পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতির হয়েছে বলে জানান তারা।

স্থানীয়রা জানান, আগুন ধরার পর ঠিক সময়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছতে দেরি হওয়ায় কিছু করা সম্ভব হয়নি। এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। অন্যথায় আরো বেশি ক্ষয়ক্ষতি হতো।

সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী জানান, তিনি তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের তাৎক্ষনিক সাহায্যে করেছি। সহায়-সম্বল হারিয়ে তারা এখন খুব অসহায়। সবার উচিৎ তাদের পাশে দাঁড়ানো।

মিরসরাই ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা তানভির আহম্মদ জানান, খবর পেয়ে আমরা দ্রুত রওয়ানা হই। কিন্তু সরু রাস্তা ও রাস্তায় বার (গোলবার) থাকার কারণে পৌছতে একটু সময় লাগে। এরপরও সীতাকুন্ড ফায়ার সার্ভিসের সহযোগীতায় আমরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। অন্যথায় আরো বড় ধরনের ক্ষতি হতে পারতো।

আকতার হোসেন, মিরসরাই, চট্টগ্রাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here