বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের যশোর জেলা কমিটির সভাপতি,শিল্পকলা একাডেমির নির্বাহী পরিষদের সদস্য ডিএম শাহিদুজ্জামান শহীদ (৫৫) আজ বৃহস্পতিবার সকালে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিএম শাহিদুজ্জামান শহীদ গত ১৩ অক্টোবর ঢাকায় তার ভাগ্নে কৌশিকের বাসায় গিয়েছিলেন মেডিক্যাল চেকআপ করাতে। ১৬ অক্টোবর রাতে তার শরীর খুব বেশি খারাপ হয়। সকাল ৮টার দিকে তিনি মারা যান।
তিনি আরও জানান, আজ দুপুরে তার মরদেহ উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে যশোরের উদ্দেশ্যে আনা হবে। আজ রাতেই মরদেহ যশোরে পৌঁছুবে বলে তিনি আশা প্রকাশ করেন।
১৮ অক্টোবর বেলা ১১টায় তার মরদেহ উদীচী যশোর কার্যালয়ে আনা হবে শ্রদ্ধাঞ্জলির জন্যে। বাদ জুম্মা যশোর কেন্দ্রীয় ঈদগাহে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
ডিএম শাহিদুজ্জামান শহীদ ১৯৮২ সালে কামালউদ্দিন নীলুর ‘মিছিল’ নাটকে অভিনয়ের মাধ্যমে একজন নাট্যকর্মী হিসেবে উদীচীর সঙ্গে সম্পৃক্ত হন। এরপর তিনি সংগঠনের জেলা কমিটির সদস্য, নাট্যসম্পাদক, যুগ্ম সম্পাদক, সাধারণ সম্পাদক এবং সর্বশেষ সভাপতি হিসেবে পরপর পাঁচবার দায়িত্ব পালন করেন।
২০১৭ সালের মে মাসে তার জিহŸায় ক্যান্সার ধরে পড়ে। এরপর তিনি বাংলাদেশ ও ভারতে ক্যান্সারের চিকিৎসা গ্রহণ করেন।
ডিএম শাহিদুজ্জামান যশোর শহরের হাজী আব্দুল করিম সড়কের ডিএম আমানের ছেলে। তিনি নিঃসন্তান ছিলেন।