অর্থের অভাবে চিকিৎসা মিলছেনা অসহায় সোহেলের

0
0

অর্থের অভাবে বিনা চিকিৎসায় ভুগছেন অসহায় সোহেল মৃধা(৩০)। তিনি বেশ কিছু দিন ধরে হেপ্যাটাইটিজ বি ভাইরাস রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর পথযাত্রী। তবে চিকিৎসকরা জানিয়েছে বর্তমানে তার লিভার শিরোসিস হয়ে কিছুটা অংশ পচন ধরেছে। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় মিডফোর্ট হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু সেখানে চিকিৎসার খরচ যোগাতে না পেরে ফিরে আসেন তার নিজ বাড়িতে। তার চিকিৎসার জন্য এখন প্রায় দুই লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু তার দরিদ্র পরিবারের পক্ষে এত টাকা যোগার করা কিছুতেই সম্ভব হচ্ছে না। অসহায় সোহেল মৃধা মাদারীপুরের কালকিনি পৌর এলাকার কাশিমপুর গ্রামের আবদুল জলিল মৃধার ছেলে। অসুস্থ ছেলে সোহেলকে বাঁচানোর জন্য সাহায্যে চেয়েছেন তার মা আইরিন বেগম ।

ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, সোহেল মৃধার জমিজমা বলতে কিছুই নেই। সে একজন দিনমজুর যুবক। তার পরিবারে রয়েছে বৃদ্ধ মা-বা, স্ত্রী ও দুই শিশু সন্তান। কৃষিকাজ করে সংসার চালাতেন। তিনি অসুস্থ হওয়ার পর থেকে কোন কাজকর্ম করতে পারছেন না। তাই পরিবারের সদস্যদের অভাব অনটনের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে। তাই সোহেলের সুচিকিৎসা করাতে সমাজের বিত্তবানদের কাছে সহযোগীতা কামনা করেছেন সোহেলের পরিবারসহ স্থানীয় লোকজন। মানুষ মানুষের জন্য, যদি একটু সাহায্যর হাত বাড়িয়ে দিলে বেচে যায় একটি প্রান,তবে হৃদয়বান ব্যক্তিরা তাকে সহযোগীতা করতে পারেন যোগাযোগের ঠিকানা:সোহেলের বাবা জলিল মৃধা, মোবাইল নং ০১৯৪৫৫১২৭১১ ও বিকাশ নং ০১৭৯৭০৩৬৭২৬।

সাবরীন জেরীন,মাদারীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here