ব্রিটিশ গণমাধ্যম বিবিসির জরিপে প্রভাবশালী ১০০ নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের কক্সবাজারে জন্ম নেওয়া রোহিঙ্গা তরুণী জেসমিন আক্তার। বুধবার (১৬ অক্টোবর) বিবিসি তাদের ওয়েবসাইটে ২০১৯ সালের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করে। সেখানেই নাম রয়েছে জেসমিনের।
বিবিসির ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী জানা যায়, পরিবেশ, জ্ঞান, নেতৃত্ব, সৃষ্টিশীলতা, খেলাধুলা ও পরিচয়-এমন ছয় ক্যাটাগরি বিবেচনায় নিয়ে একটি তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় জায়গা করে নেয় সারা বিশ্বের ১০০ নারী। তালিকায় জেসমিনের দেশ পরিচয়ে বাংলাদেশ-যুক্তরাজ্য লেখা রয়েছে।
বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে জন্ম নেয়া জেসমিন শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে যাওয়ার পর ব্র্যাডফোর্ড শহরের অল-এশিয়ান গার্লস ক্রিকেট দলে খেলে নিজেকে ক্রীড়াবিদ হিসেবে মেলে ধরেন জেসমিন। এমনকি এ বছর পথশিশুদের বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ড দলের হয়েও খেলেন তিনি। জেসমিনের বাবা-মা মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। রোহিঙ্গা মুসলিমদের বিশ্বের সবচেয়ে নিগৃহীত সংখ্যালঘু জনগোষ্ঠী হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ।