প্রভাবশালী ১০০ নারীর তালিকায় বাংলাদেশি রোহিঙ্গা জেসমিন

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির জরিপে প্রভাবশালী ১০০ নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের কক্সবাজারে জন্ম নেওয়া রোহিঙ্গা তরুণী জেসমিন আক্তার। বুধবার (১৬ অক্টোবর) বিবিসি তাদের ওয়েবসাইটে ২০১৯ সালের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করে। সেখানেই নাম রয়েছে জেসমিনের।

বিবিসির ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী জানা যায়, পরিবেশ, জ্ঞান, নেতৃত্ব, সৃষ্টিশীলতা, খেলাধুলা ও পরিচয়-এমন ছয় ক্যাটাগরি বিবেচনায় নিয়ে একটি তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় জায়গা করে নেয় সারা বিশ্বের ১০০ নারী। তালিকায় জেসমিনের দেশ পরিচয়ে বাংলাদেশ-যুক্তরাজ্য লেখা রয়েছে।

বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে জন্ম নেয়া জেসমিন শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে যাওয়ার পর ব্র্যাডফোর্ড শহরের অল-এশিয়ান গার্লস ক্রিকেট দলে খেলে নিজেকে ক্রীড়াবিদ হিসেবে মেলে ধরেন জেসমিন। এমনকি এ বছর পথশিশুদের বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ড দলের হয়েও খেলেন তিনি। জেসমিনের বাবা-মা মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। রোহিঙ্গা মুসলিমদের বিশ্বের সবচেয়ে নিগৃহীত সংখ্যালঘু জনগোষ্ঠী হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here