খুলনার সহকারী কর কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদকে (বরখাস্ত) গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিন কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৪১৯ টাকা আত্মসাতের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সন্ধ্যায় নগরের বয়রা সবুরের মোড় এলাকার নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে দুদক। এর আগে মেজবাহকে গ্রেপ্তারে কর কমিশনের অনুমতি নেয় দুর্নীতি দমন কমিশন।
দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. নামজুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিন কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৪১৯ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে মেজবাহ উদ্দিনের। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।