ভারতের উত্তর প্রদেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন। আহত আরও বেশ কয়েকজন। আজ সোমবার সকালে মউ জেলায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সিলিন্ডার বিস্ফোরণে আস্ত একটি বাড়ি ধসে যায়। বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মউ জেলার মুহাম্মদবাদ এলাকায় ধসে যাওয়া দোতলা ওই বাড়ির ভিতরে একটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে বলে জানা যায়। স্থানীয়রা জানান, বিস্ফোরণের প্রভাব এতটাই তীব্র ও শক্তিশালী ছিল যে বাড়িটি চোখের পলকেই ধূলিসাৎ হয়ে যায়।
আচমকাই বিকট আওয়াজ শোনেন তারা। তীব্র বিস্ফোরণের শব্দ শোনার পরেই বাড়িটি থেকে আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখেন তারা। ধ্বংসাবশেষে কেউ আটকা পড়েছেন কিনা তা খতিয়ে দেখতে উদ্ধার অভিযান চলছে। অ্যাম্বুলেন্স আর উদ্বিগ্ন মানুষের ভিড়ে গোটা এলাকা থমথমে আর শোকের পরিবেশ বিরাজ করছে। এদিকে, এ দুর্ঘটনায় মৃতদের জন্য শোক জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের সর্বাত্মক সহায়তা নিশ্চিত করতে জেলা কর্মকর্তাদের আহ্বানও জানিয়েছেন তিনি।