জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৯০তম সভা অনুষ্ঠিত

0
35

জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৯০তম সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে এ সভা গাজীপুরে মূল ক্যাম্পাসের সিনেট হলে অনুষ্ঠিত হয়। সভায় মহাকাশ বিজ্ঞান বিভাগ চালু করতে কমিটি গঠন ও অসদুপায় অবলম্বনের জন্য এক কলেজ শিক্ষককে শাস্তি প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম জানান, একাডেমিক কাউন্সিলের ওই সভায় মহাকাশ বিজ্ঞান বিভাগ চালুর জন্য ফিজিবিলিটি স্টাডির করতে কমিটি গঠণ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমানকে আহ্বায়ক করে তিনজন ডিন ও একজন বিষয় বিশেষজ্ঞসহ ৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

এছাড়া সভায় অসদুপায় অবলম্বনের দায়ে এক কলেজ শিক্ষককে শাস্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কলেজ অধ্যক্ষের স্বাক্ষর জাল করে ছুটি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এম ফিল প্রোগ্রামে ভর্তি হওয়ার দায়ে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর হাজী আলী আকবর কলেজের প্রভাষক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের রেজিস্ট্রেশন বাতিল এবং আজীবনের জন্য তাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সকল প্রকার কর্মকা- থেকে নিভৃত রাখার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে অধিকতর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য কলেজ পরিচালনা কমিটি ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশিকে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যেসব কলেজগুলোতে শিক্ষক স্বল্পতা রয়েছে সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের পদায়নের মাধ্যমে পাঠদান কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হাফিজ মুহাম্মদ হাছান বাবু, প্রফেসর ড. মশিউর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর নোমান উর রশীদ, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ ৩৮জন একাডেমিক কাউন্সিলের সদস্য সভায় উপস্থিত ছিলেন।

মোস্তাফিজুর রহমান টিটু
স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here