মাদারীপুরে হত্যার বিচারের দাবীতে মানববন্ধনে পুলিশের বাঁধা

0
0

মাদারীপুরের মস্তফাপুরে শ্যাম চন্দ্র দাসের হত্যার বিচারের দাবীতে রবিবার (১৩ অক্টেবার) সকাল ১১টায় মাদারীপুর জেলা প্রশাসকের বাস ভবনের সামনে মানববন্ধনে পুলিশ বাঁধা দিয়ে ব্যাপক তান্ডব চালাল বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় শ্যাম চন্দ্র দাস নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় রবিবার সকালে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিচারের দাবীতে নিহতের স্বজনরা মানববন্ধন করতে আসতে থাকলে জেলা প্রশাসকের বাস ভবনের সামনে পুলিশ বাঁধা দেয়। এসময় পুলিশের বিরুদ্ধে মানববন্ধনে মারধর, জোড়পূর্বক ব্যানার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এব্যাপারে নিহতের মা মিনা দাস বলেন, আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ বাঁধা দিয়েছে। আমাদের মারধর করেছে। আমার ছেলেকে হত্যার ঘটনায় পুলিশ মূল আসামীদের গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের এই জুলুম কেন বুঝতে পারছি না।
মানববন্ধনে বাঁধা দেয়ার বিষয় অস্বীকার করে মাদারীপুরেরর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, কাউকে কিছু না জানিয়ে তিন ট্রাকে হাজার খানেক লোক জড়ো হয়ে রাস্তা বন্ধ করে দেয়। পরে রাস্তা থেকে সরিয়ে মানববন্ধন করতে দেয়া হয়। তারা শান্তিপুর্ন ভাবে মানববন্ধন করেছে এবং তারা আমাদের কাছে স্বারকলীপি ও প্রদান করেছেন। যারা মারধরের কথা বলেছে তা সত্য নয় সম্পুর্ন মিথ্যা।

সাবরীন জেরীন,মাদারীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here