আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারা বিশ্বে এখন আমরা শুধু উন্নয়নের রোল মডেল না, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রেও রোল মডেল হিসেবে বিবেচিত। রোববার (১৩ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে খরা, বন্যা, জলোচ্ছ্বাস ও ভূমিকম্পের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা তা করছি। ইতোমধ্যে আমাদের এসব পদক্ষেপ আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বাংলাদেশের কাছ থেকে দুর্যোগ মোকাবিলার বিষয়ে জানতে চায়। তারা মনে করে আমাদের কাছ থেকে শেখার আছে। তাই বাংলাদেশ এখন দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রেও রোল মডেল।
তিনি বলেন, আমাদের দেশ দুর্যোগপ্রবণ একটি দেশ। এখানে প্রাকৃতিক দুর্যোগে যাতে মানুষের কোনো ক্ষতি না হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে। দুর্যোগে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে আমি তাদের ধন্যবাদ দিতে চাই। কারণ তারা খুবই নিবেদিতপ্রাণ হয়ে মানুষের জন্য কাজ করে, তাদের পাশে দাঁড়ায়।