প্রথমবারের মতো স্টেডিয়ামে বসে খেলা দেখলো ইরানি নারীরা

0
0

ইরানের কয়েক হাজার নারী প্রথমবারের মতো স্টেডিয়ামে বসে ফুটবল খেলা দেখেছে। আর ওই খেলায় বীরের বেশে জয়ও তুলেছে ইরানি ফুটবল দল। স্টেডিয়ামে হাজির হওয়া নারীদের এসময় বেশ উৎফুল্ল দেখা গেছে। তারা পতাকা উড়িয়ে খেলা উপভোগ করেন এবং সেলফিও তোলেন। কয়েক দশকের নিষেধাজ্ঞা কাটিয়ে বৃহস্পতিবার ওই ফুটবল খেলা দেখতে যান ইরানি নারীরা। মাঠে বসে ইরানি নারীদের খেলা দেখতে না দেয়ার বিষয়ে বহুদিন ধরেই বিতর্ক ছিল। আর এ বিষয়ে সম্প্রতি ফিফার তরফ থেকেও হুমকি দেয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল, ইরান যদি খেলার মাঠে তাদের বিতর্কিত বিধিনিষেধ তুলে না নেয়; তবে দেশটি আর ফুটবল খেলায় অংশ নিতে পারবে না।

তেহরানের আজাদি স্টেডিয়ামে ২০২২ বিশ্বকাপের বাছাই পর্বের খেলা উপভোগ করেন ইরানি নারীরা। ওই খেলায় ইরানের প্রতিপক্ষ ছিল কম্বোডিয়া। নিজের দেশকে সমর্থন জানাতে অনেক নারী গালে এবং কপালে ইরানের পতাকা একে খেলার মাঠে হাজির হয়েছিলেন। আর স্টেডিয়ামে নারীদের প্রত্যাবর্তনের দিনটিকে ঐতিহাসিক করে তোলে ইরানি ফুটবল দল। এদিন কম্বোডিয়ার বিপক্ষে ১৪-০ গোলে জয় পেয়েছে ইরানি দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here