নেতা নয়, দলের ত্যাগী কর্মী হতে আহ্বান ফখরুলের

0
0

আওয়ামী লীগ নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল তার কর্মীদের ত্যাগী হতে আহ্বান জানিয়ছেন। তিনি বলেন, ‘নেতা হতে নয়, আওয়ামী লীগের ত্যাগী কর্মী হতে চেষ্টা করুন। যারা নেতা হতে চেষ্টা করে তারা অল্প দিনেই ঝড়ে পড়ে।’ আজ শুক্রবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল, এ দলে এসে কেউ অপকর্মে জড়িত হয়ে দলকে প্রশ্নবিদ্ধ করবেন না। মনে রাখবেন এ দলকে বাংলাদেশে টিকিয়ে রাখতে জমিনে অনেক রক্ত দিতে হয়েছে। অনেক ত্যাগ-তিতীক্ষা ও সংগ্রাম করতে হয়েছে।’

নেতা-কর্মীদের উদ্দেশে ফখরুল আরও বলেন, ‘আগামী ২০ অক্টোবরের মধ্যে ইউনিয়নে সম্মেলন করে কমিটি ঘোষণা করুন। যারা ২০ তারিখের মধ্যে কমিটি করতে ব্যর্থ হবেন তাদের ছাড়াই সম্মেলন করা হবে।’

এ সময় আগামী ২ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের দলীয় কাউন্সিল সম্মেলনের প্রস্তুতি নেওয়ার কথাও বলেন কুমিল্লা-৪ আসনের এমপি। রাজী ফখরুল বলেন, ‘সম্মেলনে দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। যারা দলের জন্য ত্যাগ স্বীকার, আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন তাদের কথাও দল বিবেচনা করবে।’

এবিএম গোলাম মোস্তফা পৌর মিলনায়তনে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার সভাপতিত্ব করেন সভাপতি মো. জয়নুল আবেদীন। বক্তব্য দেন- সাবেক অর্থ উপমন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক একেএম সফিকুল আলম কামাল, ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, জেলা পরিষদ সদস্য মো. শাহজাহান সরকার, মোসা. শিরিন সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান মাস্টার, সদস্য মো. মেহেদী হাসান, লুৎফুর রহমান বাবুল, মোসলেহ উদ্দিন মাস্টার, প্রভাষক সাইফুল ইসলাম শামীম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সহিদুল্লাহ খাজা, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মান্নান মোল্লা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here