গাজীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান ১২টন পলিথিন জব্দ। ৩০হাজার টাকা জরিমানা।

0
0

গাজীপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১২টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করেছে। এসময় এক পলিথিন ব্যাবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা কাঁচাবাজার এলাকায় গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ উদ্যোগে ওই ভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে আনসার ব্যাটলিয়ন সদস্যদের নিয়ে বৃহস্পতিবার দুপুরে পলিথিন বিরোধী অভিযান চালানো হয়। এসময় ওই বাজারের পলিথিন বিক্রির ৫টি দোকান হতে প্রায় ১২টন পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। পরে এক পলিথিন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অন্যান্য পলিথিন ব্যবসায়ীরা পালিয়ে যায়। জব্দকৃত পলিথিন শপিং ব্যাগের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা হবে।তিনি আরো জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী অভিযান অব্যহত থাকবে।

অভিযানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শেখ মোজাহীদ, দিলরুবা আক্তার, আব্দুর রাজ্জাক প্রমুখ।

মোস্তাফিজুর রহমান টিটু
স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here