লালমনিরহাটে ভিজিএফের চাল রাখার দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

0
0

লালমনিরহাটে ভিজিএফের সরকারী ৬৫ বস্তা চাল রাখার দায়ে ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৯ অক্টোবর) সকালে দন্ডপ্রাপ্ত ইকবাল হোসেনকে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার রাত ১০টায় জেলা শহরের শাহজাহান কলোনীর ডালপট্টি মোড়ে অভিযান চালিয়ে এ চাল উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসিন কবির। দণ্ডপ্রাপ্ত ইকবাল হোসেন সদর উপজেলার মোগলহাট ইউপির ১নং ফুলগাছ এলাকার মোঃঃ আকবর আলীর ছেলে।

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শহরের ডালপট্টি মোড়ে অভিযান চালিয়ে ইকবালের চালের গোডাউন থেকে সরকারি ভিজিএফের ৬৫ বস্তা চাল উদ্ধার করে। এ সময় গোডাউনের মালিক ইকবালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএস রাহসিন কবির তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here