অপকর্মের বিষয়ে দলের দৃষ্টিভঙ্গি জানালেন কাদের

0
0

ক্ষমতাসীন দলে অপকর্মের বিষয়ে দলের দৃষ্টিভক্তির কী, সে বিষয়ে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি অপকর্মের জন্য নিজের দলের কাউকে শাস্তি দেয়নি। কিন্তু আওয়ামী লীগ দিচ্ছে। দলে অপকর্ম করে কেউ ছাড় পাবে না।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতাসীন দলে অনেক সময় আগাছা-পরগাছা ঢুকে পড়ে নানা কারণে। এখন প্রশ্ন হচ্ছে যে এসব অপকর্মের বিষয়ে দলের দৃষ্টিভঙ্গি কী? নেতৃত্বের দৃষ্টিভঙ্গি কী? অবস্থান কী নিচ্ছে। এসব অপকর্ম যারা করে তাদের দলে কোনো প্রশ্রয় দেওয়া হবে না।’

অপরাধীদের বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কঠোর অবস্থানে আছেন। আগেও ছিলেন, এখনো আছেন। যে কারণে এখানে অপকর্ম করে কেউ ছাড় পায় না। কেউ পার পেয়ে যায় না।’

এ সময় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, দোষীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।’

প্রশাসন এখন অনেক তৎপর উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘বুয়েটের ঘটনার পর সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। ৯ জনকে গ্রেপ্তার এবং ১১ জনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশেই তাদের বহিষ্কার করা হয়েছে।’ বুয়েটের মেধাবী শিক্ষার্থীরা আবরারকে হত্যা করে যে কাজ করেছে, তাতে সার্বিকভাবে দেশ ক্ষতিগ্রস্থ হয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here