শিবির নেতার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন সম্রাট!

0
0

বহুল আলোচিত ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে আলোচিত যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ রোববার ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুঞ্জশ্রীপুর গ্রামে অভিযান চালিয়ে সহযোগী আরমানুল হক আরমানসহ সম্রাটকে গ্রেপ্তার করে র‌্যাব-১। খোঁজ নিয়ে জানা গেছে, সম্রাট কুঞ্জশ্রীপুর গ্রামের যে বাড়ি থেকে গ্রেপ্তার হন তার মালিক মনির চৌধুরী নামে এক ব্যক্তি। বাড়ির মালিক মনিরুল ইসলাম ফেনীর পৌর মেয়র ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনের ভগ্নিপতি।

আলকরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক জানিয়েছেন, এক সময় মনিরুল জামায়াত শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গতকাল সন্ধ্যা থেকে তার বাড়ির চারপাশে অবস্থান নেয় র‍্যাব। সেখান থেকে ভোরে সহযোগী আরমানসহ সম্রাটকে গ্রেপ্তার করা হয়। মনির চৌধুরীর এই বাড়িতেই ঘনিষ্ঠ সহযোগী আরমানহ আত্মগোপনে ছিলেন সম্রাট। কুঞ্জশ্রীপুর গ্রামটি ভারত সীমান্তবর্তী। ধারণা করা হচ্ছে, সম্রাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here