জিসানকে শিগগিরই ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

0
0

ইন্টারপোলের তালিকায় থাকা ঢাকার শীর্ষ সন্ত্রাসী ও দুবাইয়ে গ্রেপ্তার জিসান আহমেদকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনিস্টিউটে সনাতন সমাজ কল্যান সংঘ আয়োজিত শারদীয় দুর্গোৎসবের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দুর্গোৎসবের অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৫ বছর আগেই ইন্টারপোলে আমরা জিসানের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলাম। দুবাই সরকার তাকে আটক করে আমাদেরকে জানিয়েছেন। তাকে দ্রুত কিভাবে, কি পদ্ধতিতে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করছি। আমরা আশা করছি খুব দ্রুতই তাকে ফিরে আনতে পারবো।

অপর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ক্যাসিনো না টেন্ডার ব্যবসা সেটা আমাদের কাছে মূখ্য নয়। জিসান শীর্ষ সন্ত্রাসী হওয়ার কারণে তাকে আমরা ফিরিয়ে আনবো। কোনোটার সঙ্গে কোনোটার সম্পৃক্ততা নাই, সবকিছুরই প্রক্রিয়া আমরা শুরু করছি। তাকে ফিরিয়ে আনা হবে। বিভিন্ন অপকর্মের পর অনেকেই বিদেশে পালিয়ে যান। যারা পালিয়েছে তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেয়া হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, পালিয়ে যাওয়ার প্রবনতা তো আগে থেকেই রয়েছে। যেমন বঙ্গবন্ধুর হত্যাকারীরা পালিয়েছিল। ২১ শে আগস্ট গ্রেনেড হামলাকারীরাও অনেকে পালিয়েছেন। তাদেরকে ফিরিয়ে আনার ব্যপারেও আমরা প্রক্রিয়া নিচ্ছি। ফিরিয়ে আনতে যেখানে যেই ব্যবস্থা প্রয়োজন, সরকারিভাবে ও বিভিন্ন চ্যানেলে ফিরিয়ে আনার চেস্টা চলছে। আমরা সবাইকে ফিরিয়ে আনবো এবং দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অপরাধীদের ব্যাংক আকাউন্ট জব্দের বিষয়ে তিনি বলেন, যার অভিযোগ যখন প্রমানিত হয় তখনই তার বিরুদ্ধে নানা ধরনের ব্যবস্থা নেয়া হয়ে থাকে।

এর আগে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ হলো সনাতন ধর্মাবলম্বীদের একটা নিরাপদ জায়গা। হাজার বছরের কৃষ্টি এটা। বঙ্গবন্ধু অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন দেখেছিলেন। তার সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আমাদের সরকার ক্ষমতায় আসার পরে প্রতি বছরেই ১ হাজার করে পূজা মন্ডপের সংখ্যা বাড়তে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here