ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বোর্ড অব ডাইরেক্টরস এর ভাইস চেয়ারম্যান ও সাবেক দুদক কমিশনার মোঃ শাহাবুদ্দিন চুপপু বলেছেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। তিনি এটা মনে প্রাণে চেয়েছিলেন। বর্তমানে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঘোষনা গ্রামকে শহরে রুপান্তর করার যে প্রতিশ্রতি দিয়েছেন সেটা বাবস্তবায়নে ইসলামী ব্যাংক বড় ধরনের ভুমিকা পালন করে যাচ্ছে। ইসলামী ব্যাংকের কর্মীদের সততা ও নিষ্ঠার কারনে আজ ব্যাংটি বিশ্বের ১০০টি ব্যাংকের মধ্যে অন্যতম সেরা ব্যাংকের স্থান লাভ করতে সক্ষম হয়েছে।
শুক্রবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পাবনা শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র লিডার ও সহকারী কেন্দ্র লিডারদের প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের রাজশাহী জোন প্রধান এসইভিপি মোঃ কাউছার উল আলম। বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ ও ডাঃ জান্নাতুল ফেরদৌস। স্বাগত বক্তব্য দেন পাবনা শাখা ব্যবস্থাপক মোঃ খলিলুর রহমান।
কামাল সিদ্দিকী, পাবনা।