সকল সম্প্রদায়ের অংশীদারিত্বে শারদীয় দুর্গোৎসব হয়ে উঠুক সার্বজনীন উৎসবে: মিল্কী রাণী দাশ

0
0

লামা উপজেলা পরিষদে’র মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ লামা উপজেলা’র সকল সনাতন ধর্মালম্বীকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন । শুভেচ্ছা বার্তায় মিল্কী রাণী দাশ বলেন, আবহমানকাল থেকেই এ উপমহাদেশে বাঙালি হিন্দু সম্প্রদায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যে শারদীয় দুর্গাপূজা উদযাপন করে আসছে। ধর্ম যার যার উৎসব সবার। দূর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। সাম্প্রদায়িক সম্প্রতির পূণ্যভূমিতে সকলে আনন্দ উৎসাহের মধ্যদিয়ে এ উৎসবকে আরো আনন্দময় করে তুলবে এ আশা করেন।

জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। দুর্গাদেবীর আগমনে সকল অপশক্তির বিনাশ হবে এই বসুন্ধরায় এই আশাবাদ ব্যাক্ত করেন তিনি ।

পুরাকালে মহিষাসুরের অত্যাচারে স্বর্গ-মর্ত্যের দেবতা ও মানুষরা দেবী চণ্ডীর আরাধনা করেছিলেন। মহিষাসুরের এ অত্যাচারে বিভিন্ন দেবতার পুঞ্জীভূত ক্ষোভ থেকে যেই ক্রোধের উৎপত্তি হয়, সেই ক্রোধের তেজ থেকে সৃষ্টি হয়েছিল দেবী দুর্গা। দেবী দুর্গা বিভিন্ন দেবতার অস্ত্র ও অলংকারে সজ্জিত হয়ে মহিষাসুরের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। পরে মহিষাসুর তার নিজের ভুল বুঝতে পেরে মা দুর্গার কাছে ক্ষমা চেয়েছিলেন বিনম্রভাবে। দয়াময়ী মা দুর্গা মহিষাসুরকে ক্ষমা করে দিয়েছিলেন অপার মমতায় এবং তাকে শ্রেষ্ঠ ভক্ত হিসেবে পদতলে স্থানও দিয়েছিলেন। এজন্যই দুর্গাপূজার সার্বজনীন আবেদন হল, অসুর শক্তির বিনাস আর শুভ শক্তির উদ্বোধন।

কোন বৈষম্য যেন এই উৎসব কে স্লান করতে না পারে তার জন্য স্ব-স্ব অবস্থান থেকে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহব্বান জানান তিনি।

স্বপন কর্মকার, লামা,(বান্দরবান) প্রতিনিধি

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here