মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে পিটিয়ে হত্যা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

0
0

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতা আমিনুল ইসলামের বিরুদ্ধে। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনার পর রাত ৮টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। ছাত্রলীগের ওই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের নাম আবু সাইদ (৪৫)। জানা গেছে, তার মেয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। তিনি যখন এইচএসসি পরীক্ষার্থী ছিলেন আমিনুল ছিলেন তার গৃহ শিক্ষক। বিগত কয়েকমাস যাবৎ আমিনুল তার ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করা শুরু করেন। বিষয়টি নিয়ে তাকে বেশ কয়েকবার সতর্ক করেন আবু সাইদ।

গতকাল বুধবার ওই বিশ্ববিদ্যালয় ছাত্রী সিএনজি অটোরিক্সাযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় আমিনুল ও তার কয়েকজন ছাত্র মিলে তার পথ আটকে উত্ত্যক্ত করেন। বাড়ি গিয়ে বাবাকে বললে ঘটনার প্রতিবাদ করতে যান আবু সাইদ। এ সময় মেয়ের সাবেক গৃহশিক্ষক তার দলবল নিয়ে সাইদকে মারধর করেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান জানান, সাইদের মৃত্যুর ঘটনা জানার পর রাত ৮টায় তার লাশ থানায় নিয়ে আসা হয়। পরে তা স্থানীয় মর্গে পাঠানো হয়।

ঘটনার পর নিহতের বড় ভাই আবু তালেব বাদী হয়ে কাজিপুর উপজেলা সদরের আলমপুর গ্রামে বাসিন্দা আমিনুল ইসলামকে প্রধান করে ৮জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে রাতেই আমিনুলকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যানদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।দ্রুতই তাদের গ্রেপ্তার সম্ভব হবে বলেও জানান তিনি।

এদিকে গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত হলেও কাজিপুর উপজেলায় সংগঠনটি থেকে বলা হয়েছে, একমাসে আগে একই নারীঘটিত কারণে তাকে বহিষ্কার করা হয়েছিল। বর্তমানে তিনি ছাত্রলীগের কেউ নন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here