প্যারিসে ছুরি হামলায় চার পুলিশ নিহত

0
0

ফ্রান্সের প্যারিসে কেন্দ্রীয় পুলিশের সদর দপ্তরে এক ব্যক্তির ছুরি হামলায় চার পুলিশ কর্মকর্তা নিহত এবং একজন আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হন। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানায় যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় গণমাধ্যম বিবিসি। হামলাকারীর নাম প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ প্যারিসের কেন্দ্রে হওয়া এই হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে এলাকাটিতে জনসধারণের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। দেশটির পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা বাড়ায় তারা দেশব্যাপী ধর্মঘট পালনের একদিন পর স্থানীয় সময় দুপুর একটায় এই হামলা হলো। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টানার হামলাস্থলের দিকে রওনা হয়েছেন।

প্যারিসের মেয়র অ্যান হিডালগো টুইটারে এই হামলায় কয়েকজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। হামলাস্থলের পাশেই নটরডেম গির্জাসহ একাধিক পর্যটন কেন্দ্র অবস্থিত। ফরাসি গণমাধ্যমের মতে, হামলাকারীর বয়সী ৪৫ বছর। তিনি ২০ বছর প্যারিস পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভির খবরে বলা হয়, হামলাকারী সদরদপ্তরটির দুটি অফিস কক্ষে দুজনকে, সিঁড়িতে একজনকে এবং সামনের প্রাঙ্গণে চতুর্থ জনকে ছুরিকাঘাত করেন। এখানে তিনিও গুলিবিদ্ধ হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here