ভারতে বাস উল্টে নিহত ২১

0
0

ভারতের গুজরাটের বনষ্কণ্ঠ জেলার পাহাড়ি এলাকায় বাসচালক নিয়ন্ত্রণ হারানোর পর বাসটি উল্টে কমপক্ষে ২১ জন নিহত এবং ৫০ আহত হয়েছেন। সোমবার জেলাটির আম্বাজি শহরের কাছাকাছি ত্রিশুলিয়া ঘাট এলাকায় আম্বাজি-দান্তা সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। বাসের যাত্রীরা আম্বাজিতে প্রার্থনা করে ফেরার পথে ভারী বর্ষণের ফলে দুর্ঘটনাটি ঘটে। বনষ্কণ্ঠ জেলার এসপি অজিত রাজিয়ান জানান, বাসে ৭০ জন যাত্রী ছিলেন। ভুক্তভোগীরা আনন্দ জেলার আনক্লাভ টালুকার বাসিন্দা। এই দুর্ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটার অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, বনষ্কণ্ঠে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। এই হতাহতের ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। তিনি আরও লিখেছেন, স্থানীয় প্রশাসন আহতদেরকে সব ধরনের সহায়তা সরবরাহ করছে। আশা করছি আহতরা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here