ফারাক্কা বাঁধের ১১৯টি স্লুইস গেট খুলে দিয়েছে ভারত। এর ফলে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। তবে এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নাই বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। কবির বিন আনোয়ার জানান, প্রতিবছরই জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়কালে ফারাক্কার স্লুইসগেটগুলো খুলে দেয় ভারত। এটি নতুন কিছু নয়। একইভাবে বাংলাদেশও এই সময় তিস্তা ব্যারেজের সব গেট খুলে রাখে। অক্টোবরের প্রথম সপ্তাহে আবার গেটগুলো বন্ধ করে দেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে সচিব বলেন, যে পানি আসছে তা সেখানে অতিবৃষ্টির ফলে নেমে আসা অতিরিক্ত পানি। এ পানি ধারণ করার সক্ষমতা বাংলাদেশের রয়েছে। তাই এতে বন্যার কোনও সম্ভাবনা নাই। এতে আতঙ্কিত হওয়ারও কিছু নাই। কাজেই এ কারণে কোনও বিশেষ উদ্যোগ গ্রহণের মতো কোনও পরিস্থিতির সৃষ্টি হয়নি বলেও জানান তিনি।