বর্জ্য ব্যবস্থাপনায় ১৩শ’ কোটি টাকার যন্ত্রাংশ কিনছে ডিএনসিসি

0
0

বজ্র ব্যবস্থাপনা অপসারণে প্রায় সাড়ে ১৩শ’ কোটি টাকার যন্ত্রাংশ কিনছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কয়েক ধাপে এই যন্ত্রাংশগুলো কেনা হবে। বর্জ্য রিসোর্স রিকোভারি সুবিধাদিসহ ডিএনসিসির বর্ধিতাংশের জন্য আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ প্রকল্পের মাধ্যমে দুটি টায়ার ডোজার, ছয়টি হাইড্রোলিক এস্কাভেটর, দুটি হাইড্রোলিক লং বুম এস্কাভেটর, ছয়টি বুলডোজার-চেইন ডোজার, দুটি পে-লোডার, পাঁচটি ডাম্প ট্রাক (১০ টন), দুটি ওয়েস্ট কম্পেক্টর ক্রয় করা হবে। ডিএনসিসির সূত্রে এতথ্য জানা যায়।

ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, হাজারো সমস্যায় জর্জরিত প্রায় দুই কোটি মানুষের শহর রাজধানী ঢাকা। রাজধানীতে প্রতিনিয়ত বাড়ছে সমস্যার পরিধি। তবে নিত্যদিনের বড় সমস্যার নাম বর্জ্য। কেননা বাসা বাড়ির ময়লাসহ রাজধানীতে প্রতিদিন উৎপন্ন বর্জ্য অপসারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) নেই পর্যাপ্ত জনবল ও যন্ত্রপাতি।
সূত্র জানায়, দুই বছর আগে ডিএনসিসি প্রতিটি সড়কে কন্টেইনার রেখে ময়লা সংগ্রহ করা হলেও বর্তমানে ৫২টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের মাধ্যমে ময়লা অপসারণ করা হচ্ছে। প্রতিদিন ২৩শ’ থেকে ২৬শ’ টন বর্জ্য সংগ্রহ ও পরিবহন করে ল্যান্ডফিলে নেয়া হয়। তবে ফলের মৌসুমে তা বেড়ে ৩ হাজার থেকে ৩ হাজার ২শ’ টনে দাঁড়ায়।
ডিএনিসিসি সূত্র জানিয়েছে, ৪৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন কাজের জন্য অ্যাসফল্ট প্ল্যান্ট সংশ্লিষ্ট যান ক্রয় এবং স্থাপন’ শীর্ষক প্রকল্প চলমান, যা জুন-২০২০ এ সমাপ্ত হবে। এ প্রকল্পের মাধ্যমে গাবতলীতে একটি অত্যাধুনিক অ্যাসফল্ট প্ল্যান্ট স্থাপন, সড়ক নির্মাণ ও নিরাপত্তা সহায়ক আনুষঙ্গিক যান-যন্ত্রপাতি ক্রয় করা হবে।

বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তথ্য মতে, ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনায় যান-যন্ত্রের মধ্যে বর্তমানে রয়েছে পে লোডার দুটি, ব্যাকহো লোডার একটি, চেইন ডোজার আটটি, হুইল ডোজার দুটি, রোড সুইপার একটি, এস্কাভেটর ছয়টি, কন্টেইনার ক্যারিয়ার ৩৮টি, আর্মারোল কন্টেইনার ক্যারিয়ার আটটি, হাতগাড়ি ২৫০০টি, ডাম্প ট্রাক ১৫টি, খোলা ট্রাক ২৪টি, জেট অ্যান্ড সাকার দুটি এবং কম্পেক্টর ২৩টি।

ডিএনসিসি সূত্র জানায়, আগের ৮২ দশমিক ৬৩ বর্গকিলোমিটার অধিক্ষেত্রের সঙ্গে স¤প্রতি যুক্ত হয়েছে পার্শ্ববর্তী আট ইউনিয়নের আরও ১১৩ বর্গকিলোমিটার এলাকা। ফলে নতুন আয়তন দাঁড়িয়েছে ১৯৬ দশমিক ২৩ বর্গকিলোমিটার। বিদ্যমান ৩৬ ওয়ার্ড এবং পাঁচটি জোনকে স¤প্রসারিত করে হয়েছে ৫৪টি ওয়ার্ড এবং ১০ জোন। নব্য সংযোজিত এলাকা নিয়ে এ বিশাল অঞ্চলের বাসিন্দাদের সব রকমের নাগরিক সুবিধা দেয়া বড় চ্যালেঞ্জ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here