বিশ^ জলবায়ু ধর্মঘট উপলক্ষে সনাক যশোরের মানববন্ধন

0
0

‘একটাই পৃথিবী, একটাই বাংলাদেশ- বাঁচাও পৃথিবী, বাঁচাও বাংলাদেশ, বাঁচাও প্রজন্ম’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহযোগিতায় পরিচালিত সচেতন নাগরিক কমিটি (সনাক), যশোর’র উদ্যোগে বিশ^ জলবায়ু ধর্মঘট উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় প্রেসক্লাব, যশোর এর সামনে এক ‘মানববন্ধন’ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন দেশের রাজনৈতিক নেতৃত্ব ও নীতি-নির্ধারকরা জলবায়ু পরিবর্তন এবং এর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় পর্যাপ্ত গুরুত্ব প্রদান এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ না করার সার্বিক প্রেক্ষিতে সুইডিস কিশোরী পরিবেশবাদী এবং অ্যাকটিভিস্ট গ্রেতা থর্নবার্গ ২০১৮ সালের জলবায়ু সম্মেলনে এককভাবে প্রতিবাদ করেছিলেন। এরই ধারাবাহিকতায় তিনি ২০ আগস্ট ২০১৮ থেকে সুইডেনের পরবর্তী জাতীয় নির্বাচনের দিন ৯ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত স্কুলে না গিয়ে সুইডিস পার্লামেন্টের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন যা বিশ্বব্যাপী সাড়া ফেলে। তার অনুপ্রেরণায় এর পরপরই দেশে দেশে স্কুল শিক্ষার্থীরা একই ধরনের বিক্ষোভে সামিল হয়। সেই প্রতিবাদকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে এ বছর জাতিসংঘের জলবায়ু বিষয়ক জরুরি সম্মেলনকে সামনে রেখে পৃথিবীর ১২০টি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২০ ও ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ধর্মঘট, গণপ্রতিবাদ ও র‌্যালির আয়োজন করেছে, যা বৈশ্বিক জলবায়ু ঘর্মঘট বা ‘গেøাবাল ক্লাইমেট স্ট্রাইক’ নামে পরিচিতি লাভ করেছে। শিক্ষার্থীদের এই সকল কর্মসূচিকে সমর্থন জানিয়ে সনাক-টিআইবি সারা দেশব্যাপী একযোগে এ মানববন্ধনের আয়োজন করে।

সনাক যশোরের জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক উপ-কমিটির আহবায়ক অধ্যক্ষ শাহিন ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সনাক সভাপতি অধ্যাপক সুকুমার দাস, সনাক সদস্য প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, সনাক উপদেষ্টা ও বাঁচতেশেখা’র নির্বাহী পরিচালক আঞ্জেলা গোমেজ, সনাক সদস্য প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, অধ্যক্ষ পাভেল চৌধুরী, এ্যাড: সৈয়দা মাসুমা বেগম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুরধুনী’র সভাপতি হারুন অর রশিদ, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এ্যাড. মাহমুদ হাসান বুলু, জয়তী সোসাইটির প্রতিনিধি বর্ণালী সরকার, সনাক সদস্য এ্যাড. সৈয়দা মাসুমা বেগম, দৈনিক প্রথম আলোর যশোর প্রতিনিধি মো: মনিরুল ইসলাম, আরআরএফ’র প্রতিনিধি আব্দুল আজিজ, শঙ্করপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম বুলবুল, স্বজন সদস্য বিমল রায়, ইয়েস সদস্য মো: দেলোয়ার হোসেন প্রমুখ। মানববন্ধনে গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার এ. এইচ. এম. আনিসুজ্জামান। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here