ছোটখাটো আন্দোলনে সরকারের পতন হবে না: নোমান

0
20

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, মানববন্ধন, ছোটখাটো আন্দোলনে এই সরকারের পতন হবে না। জনগণ কে একত্রিত করে কঠিন আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করতে হবে ক্ষমতা থেকে সরে যেতে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও-মানুষ বাঁচাও আন্দোলন এর উদ্যোগে বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে নোমান এসব কথা বলেন।বিএনপি নেতা বলেন, ব্যক্তিগতভাবে মানববন্ধনে আসতে আমার মাথা নত হয়ে যায়। কারণ মানববন্ধন, ছোটখাটো আন্দোলনে এই সরকারের কার্যক্রম বন্ধ করা যাবে না। সরকারের পতন হবে না। কঠিন আন্দোলনের মাধ্যমে জনগণকে একত্রিত করে এই সরকারকে বাধ্য করতে হবে ক্ষমতা থেকে সরে যেতে।

শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে দুদকের করা মামলার প্রতিবাদ জানিয়ে নোমান বলেন, শামসুজ্জামান দুদু জাতীয়তাবাদী দলের শুধু ভাইস চেয়ারম্যানই নন, তিনি এক সময়ের তুখোড় ছাত্রনেতা এবং গণআন্দোলনের একজন সাহসী সৈনিক। তাঁর বিরুদ্ধে দুদক মিথ্যা মামলা দিয়েছে। মিথ্যা মামলা দিয়ে তাঁর যে গণতান্ত্রিক অধিকার, তা ক্ষুন্ন করা হয়েছে। এই মিথ্যা মামলার প্রতিবাদ জানাই এবং সঙ্গে সঙ্গে দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। তিনি বলেন, খালেদা জিয়ার নামে যে মামলা করা হয়েছে তা রাজনৈতিক মামলা। তিনি হলেন দেশনেত্রী, তাঁর সঙ্গে বাংলাদেশের গণতন্ত্র ওতোপ্রতোভাবে জড়িত। তিনি যাতে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত না করতে পারেন তার জন্য তাঁকে কারাগারে আটক করে রাখা হয়েছে। এই সরকার হচ্ছে একটি অমানবিক সরকার, এই সরকার জনগণের ভালো চায় না, এই সরকার জনগণের বিরুদ্ধে। তাই আমরা চাই, দেশে জাতীয় ঐক্য গঠন করে ৭১ সালে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম সেভাবে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন করতে হবে। জাতি এই সরকারের পতন চায়।

বিএনপির এ নেতা বলেন, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে একটি মধ্যবর্তী নির্বাচন ও মানুষের ভোটের অধিকার প্রয়োজন। তাই একাত্তরের মতো জাতিকে ঐক্যবদ্ধ করে এই সরকারের পতন করতে হবে। তাহলে দেশে গণতন্ত্র, মানুষের অধিকার, মানুষ তাঁর স্বাধীনতা ফিরে পাবে। বুলেটের চেয়ে শক্তিশালী ব্যালট পেপার আর সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আরো কঠোর আন্দোলন করতে হবে। গণতন্ত্র মুক্তির আন্দোলনে খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন। তিনি আজ কারাগারে বন্দি। তাই আসুন, সব রাজনৈতিক দল ও নেতারা ছোটখাটো ভুল সংশোধন করে একত্রিত হয়ে এই সরকারের পতন ঘটাই।

আবদুল্লাহ আল নোমান আরো বলেন, ক্যাসিনোর মাধ্যমে এ দেশে হাজার হাজার কোটি টাকা জুড়াড়িদের কাছে চলে গেছে। কালো টাকায় পরিণত হয়েছে। আর এসব টাকা জনগণের সাদা টাকা। যারা জনগণের এই সাদা টাকা কালো টাকায় পরিণত করেছে। যারা ক্যাসিনোর সঙ্গে জড়িত তারা সবাই আওয়ামী লীগের, যুবলীগের নেতাকর্মী। এটা সরকার নিজে বলেছে। তাই যারা এই ক্যাসিনোর প্রতিষ্ঠা করেছে, যারা মূল হোতা তাদের গ্রেপ্তার করা হোক, বিচারের আওতায় আনা হোক। র‌্যাব, পুলিশ কিছু জুয়াড়িকে গ্রেপ্তার করে যারা মূলহোতা, যারা এ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, দেশের রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, তাদের আড়াল করতে চাচ্ছে। এটা গণতন্ত্র হরণ করার একটি নমুনা।ছয় মাস পর আরো হাজার হাজার গার্মেন্টস শ্রমিক বেকার হবে মন্তব্য করে বিএনপি নেতা নোমান বলেন, এরই মধ্যে ৫০ হাজারেরও বেশি গার্মেন্টস শ্রমিক বেকার হয়ে পড়েছে। গার্মেন্টস সেক্টর ধ্বংসের কিনারে এসে পৌঁছেছে। এই গার্মেন্ট সেক্টরকে বাঁচাতে হলে দেশে গণতান্ত্রিক সরকার দরকার। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা ছাড়া দেশের অর্থনীতি, রাজনীতি ড়–ষ্ঠুভাবে পরিচালিত হবে না।

দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও চালক দলের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন কবিরের সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দিন, কৃষক দলের সদস্য মাইনুল ইসলাম, এস কে সাদী, লায়ন মিয়া মো. আনোয়ার, ছাত্রদলের সাবেক নেত্রী আরিফা সুলতানা রুমা, পলাশ মন্ডল, মোক্তার আখন্দ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here