তরুণদের দক্ষতা উন্নয়নে ভূমিকার স্বীকৃতি হিসেবে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ সন্মাননায় ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল- ইউনিসেফ এ সম্মাননা দিয়েছে।
নিউ ইয়র্ক সময় বৃহস্পতিবার বিকেলে ইউনিসেফ ভবনের ল্যাবুইজি হলে সংস্থাটির নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর প্রধানমন্ত্রীর হাতে এ সম্মাননা তুলে দেন।
ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর ক্রিকেটার সাকিব আল হাসান এবং পররাষ্ট্রমন্ত্রী এক আবদুল মোমেনও অনুষ্ঠানে বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনিসেফকে ধন্যবাদ জানিয়ে এই সন্মাননা বাংলাদেশের মানুষ, বিশেষ করে দেশের ও বিশ্বের সব শিশুদের প্রতি উৎসর্গ করেন।
তিনি বলেন,‘এই সম্মান আমার একার নয়, এটি বাংলাদেশের। কারণ বাংলাদেশের জনগণ আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে। এ কারণেই আমি তাদের সেবা করার সুযোগ পেয়েছি..এর মাধ্যমেই আমি এই সম্মাননা পেলাম।’
তিনি বলেন, ‘লক্ষ লক্ষ তরুণ তাদের দক্ষতা নিয়ে আমাদের জীবন ও জীবিকা নির্বিঘ্ন করে চলেছে। বাংলাদেশকে একটি দায়িত্বশীল ও জ্ঞানভিত্তিক সমাজ ও অর্থনীতিতে রূপান্তরে আমাদের অবিচল পদক্ষেপেরও প্রকাশ করে এই স্বীকৃতি।”
সূত্র : বাসস