অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে ভুটানকে উড়িয়ে দিয়ে এ টুর্নামেন্টের ফাইনালে নিশ্চিত করেছে বাংলাদেশি যুবারা।
কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে শুক্রবার ভুটানের মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লাল সবুজের জার্সিধারীরা। শেষপর্যন্ত এ ম্যাচে ৪-০ গোলে জিতেছে পিটার টার্নারের দল।
ম্যাচের ১৬ মিনিটে কর্নার থেকে হেডে দলকে এগিয়ে নেন তানবির হোসেন। ২৭তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে ঢোকা ফয়সাল আহমেদ ফাহিম কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন।
প্রথমার্ধে বিশ্রামে যাওয়ার আগেই ম্যাচের নিয়ন্ত্রন নেয় বাংলাদেশ। ম্যাচের ৩২তম মিনিটে মিরাজ হোসেনের গোলে ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। মাঝমাঠের একটু ওপর থেকে বল নিয়ে অনেকটা এগিয়ে বাঁ পায়ের শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন মিরাজ হোসেন।
বিরতির পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে স্কোরলাইন ৪-০ করেন দীপক রায়।
এর আগে গত দুইবারের মুখোমুখিতে ভুটানের বিপক্ষে জিতেছিল যুবারা। ২০১৫ সালের প্রথম আসরে গ্রুপ পর্বে ২-০ গোলে এবং ২০১৭ সালে রানার্সআপ হওয়ার পথে ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশের কিশোররা।