বুধবার (২৫ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় এ অনুমতি দেয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকশী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাণিজ্যের উদ্দেশ্যে রফতানি নয়। পূজা উপলক্ষে একবারের জন্য ইলিশ রফতানির সুযোগ দেয়া হয়েছে।
এরআগে, ২০১২ সালের পয়লা আগস্ট ইলিশসহ সবধরনের মাছ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়া হয়। ঐ বছরের ২৩ সেপ্টেম্বর ইলিশ ছাড়া বাকি সব মাছ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেও ইলিশের ক্ষেত্রে তা রয়ে যায়।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) একটি চিঠি পাঠানো হয়। যেখানে এনবিআরকে এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
চিঠিতে দেখা যায়, একুয়াটিক রিসোর্সেস লিমিটেডকে ৫শ’ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হয়েছে।