জিয়া সংবিধানে বিসমিল্লাহ রেখেছেন, জুয়াও চালু করেছেন..ড. হাছান মাহমুদ এম.পি

‘জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ রেখেছেন, আবার মদ-জুয়াও চালু করেছেন। মানুষ এখন অনেক সচেতন, এসব বোঝে। বিএনপিই দেশে মদ-জুয়া চালুর হোতা।’ আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদার আত্মাহুতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান অভিযান প্রশংসনীয়। কিন্তু, যারা এ অভিযানকে স্বাগত জানাচ্ছেন না, প্রশংসা করছেন না, এটি রাজনৈতিক হীনমন্যতা।’ দেশ থেকে অনাচার নির্মূলে বিএনপিকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপিকে অনুরোধ করবো- আসুন, আমরা দেশের জন্য কাজ করি। ব্যর্থতা ঢাকার জন্য অযথা সমালোচনা করবেন না।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি, খ্যাতিমান অভিনেত্রী, সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ,প্রচার সম্পাদক আক্তার হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুন সরকার রানা,যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি,কণ্ঠশিল্পী এসডি রুবেল, আওয়ামী লীগ নেতা মোত্তাছিম বিল্লাহ প্রমুখ।

সারাহ বেগম কবরী বলেন, আওয়ামী লীগে যেমন নব্য আওয়ামী লীগার আবিস্কৃত হয়েছে তারা আওয়ামী লীগকে হাইজ্যাক করেছে। তেমনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নামে নব্য বঙ্গবন্ধু প্রেমিক, আওয়ামী লীগার নাম ব্যবহার করে সংগঠনের সদস্যই ছিল না, প্রতিষ্ঠালগ্নে তারা ছিল না, তারা এখন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নাম ব্যবহার করে বিভিন্ন অনুষ্ঠান করছে এবং বঙ্গবন্ধু প্রেমিক সাজার চেষ্টা করছে। ৭৬ সালে যখন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠিত হয় তখন তারা কোথায় ছিলেন ? আওয়ামী লীগের দুঃসময়ে দুর্দিনে তাদের চেহারা দেখা যায়নি। কেউ জিয়াউর রহমান প্রেমিক ছিলেন, কেউ এরশাদ প্রেমিক ছিলেন, যখন যে দল ক্ষমতায় যায় তখন তাদের প্রেমিক হয়ে যায়, তাদের ভক্ত হয়ে যায়। এদের সম্পর্কে সাবধান থাকতে হবে। তিনি এই সংগঠনে গঠনকল্পে যারা ছিলেন, যারা এই পৃথিবীতে নেই তাদের প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন, এই সংগঠনের প্রতিষ্ঠালগ্নে আমরা যে ৪ জন এখনো বেঁচে আছি তারা আমাদের সাথেই আছে। তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের যদি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট করার ইচ্ছা জাগে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি,জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। নাম ব্যবহার করে কেউ নেতা হবার চেষ্টা করবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here