অভয়নগরে ডিবি পুলিশের বিশেষ অভিযান: একাধিক নকল শিশু খাদ্য তৈরীর কারখানার সন্ধান:

0
0

 

অভয়নগরে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ১০/১২ জন সদস্যের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করেছে। গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মারুফ আহম্মেদের নের্তৃত্বে মঙ্গলবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার রানাভাটা এলাকা থেকে নিবন্ধনবিহীন ছোয়া ও ছায়া নামের নকল শিশু খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানের পরিবেশক ফারুক হোসেন (৩৫) ও মোঃ বাবু (২৮) কে আটক করা হয়। এ সময় আটক ফারুক হোসেন (৩৫) ও মোঃ বাবু (২৮) এর বাড়ি থেকে স্পীড, রোবট, মটু-পাতলু, কুলফি সহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের মোড়ক ব্যাবহার করে শিশুদের জন্য ক্ষতিকারক শিশুখাদ্য আইসক্রিম জব্দ করে। ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক ও বাবু নকল শিশু খাদ্যের কারখানার বিষয়টি নিশ্চিত করে। আটক ফারুক ও বাবু’র দেওয়া তথ্যানুসারে ফুলতলা উপজেলার জামিরা বাজারে নিবন্ধনবিহীন নকল শিশু খাদ্য আইসক্রিম কোম্পানীর কারখানার সন্ধানে ডিবি পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করে । পরে জামিরা বাজার থেকে ডিবি পুলিশের সদস্যরা স্থানীয় পুলিশের সহায়তা নিয়ে ছোয়া নামের নকল শিশু খাদ্য আইসক্রিম কারখানায় অভিযান পরিচালনা করে। ছোয়া নামের কারাখানায় অভিযান পরিচালনার পর বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য আইসক্রিম ও আইসক্রিম তৈরীর সরঞ্জাম জব্দ করা হলেও ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে নিবন্ধনবিহীন শিশু খাদ্য আইসক্রিম কারখানার কর্মরত শ্রমিক ও স্বত্ত¡াধিকারী আলাউদ্দিন পালিয়ে যায়। এরপর অভিযান চালানো হয় ছায়া নামের অপর একটি কারখানায়। এ সময় নিবন্ধনবিহীন ছায়া আইসক্রিম কারখানার স্বত্ত¡াধিকারী ফুলতলা জামিরা ইউনিয়ন এলাকার মাহাবুর গাজী (৩৬) ও তার সৎ ভাই জাহিরুল ইসলাম (২৯) পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যার্থ হয়। নিবন্ধনবিহীন ছোয়া ও ছায়া নামের নকল শিশু খাদ্য আইসক্রিম তৈরীর কারখানা থেকে লক্ষাধিক টাকা মূল্যের নকল শিশু খাদ্য আইসক্রিম, আইসক্রিম তৈরীর সরঞ্জাম সহ বিভিন্ন মালামাল জব্দ করে। এ ব্যাপারে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ওসি মারুফ আহম্মেদ জানান,
গোপন সংবাদ ভিত্তিতে নওয়াপাড়া পৌরসভার রানাভাটা সংলগ্ন সবুজবাগে অভিযান পরিচালনা করে ২জনকে আটক করা হয়। এছাড়া ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের মুকুল স্কুল সংলগ্ন এলাকায় অভিযানে ২ জন সহ মোট ৪ জনকে আটক করা হয়। পরে আটক ৪ জনকে জিজ্ঞাসাবাদ শেষে ২ জন কে অব্যহতি দেওয়া হয়। ফুলতলা উপজেলার জামিরা এলাকার মাহাবুব গাজী (৩৬) ও নওয়াপাড়া রানাভাটা সবুজবাগ এলাকার বাবু (২৮) আটক রয়েছে বলে জানান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভয়নগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here