প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিমান বাহিনীকে শক্তিশালী, দক্ষ এবং আধুনিক করে গড়ে তোলার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যশোরে বিমান বাহিনী প্রধান

0
0

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্ত ও নির্দেশনায় ইতোমধ্যে বিমান বাহিনীতেক শক্তিশালী, দক্ষ এবং আধুনিক করে গড়ে তোলার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, ক্ষেপণাস্ত্র ও উচ্চক্ষমতাসম্পন্ন এয়ার ডিফেন্স র‌্যাডার ক্রয়ের কার্যক্রম চলমান রয়েছেÑ যা বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থানকে করবে আরও সুদৃঢ়। মঙ্গলবার সকালে তিনি যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান বাহিনী ঘঁাঁটিতে বাহিনীর চারটি ইউনিটকে পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃবে এ কথা বলেন।এ অনুষ্ঠানে উপ বিমান বাহিনী প্রধানসহ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান মতিউর রহমান বিমান বাহিনী ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. নজরুল ইসলাম বিএসপি, এনএসডবিøউসি, পিএসসিসহ সামরিক ও বেসমারিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিমান বাহিনীর চারটি ইউনিটকে বিমান বাহিনী প্রতাকা প্রদান করেন বাহিনী প্রধান। অনুষ্ঠানে মনোজ্ঞ প্যারেড অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here