জি কে শামীম এত কাজ কীভাবে পেল, তদন্ত চলছে : পূর্তমন্ত্রী

0
0

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম বলেছেন, জি কে শামীম কী প্রক্রিয়ায় সরকারের এত পরিমাণ প্রকল্পের কাজ পেয়েছে, তার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন শ. ম.রেজাউল করিম।অভিযোগ উঠেছে, পিডব্লিউডির প্রকৌশলীদের ঘুষ দিয়ে জি কে শামীম কাজ পেয়েছিলেন এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, তদন্ত চলছে। তদন্তে কোনো কিছুই বাদ যাবে না। সব বিষয় উঠে আসবে।

মন্ত্রণালয় থেকে আলাদা কোনো তদন্ত কমিটি গঠন করা হবে কি না জানতে চাইলে শ. ম. রেজাউল করিম বলেন, তদন্ত চলাকালীন আলাদা আর একটি তদন্ত কমিটি গঠন করা আইনসিদ্ধ নয়। এতে তদন্ত ব্যাহত হতে পারে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সবার সহযোগিতা প্রয়োজন।

গত শুক্রবার রাজধানীর নিকেতনে জি কে শামীমের বাসা ও ব্যবসায়িক কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব। র‌্যাব সদস্যরা প্রথমে শামীমের সাত গানম্যানকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরে তাঁর বাসা ও কার্যালয় থেকে এক কোটি ৮০ লাখ টাকা ও প্রায় দুইশ কোটি টাকার এফডিআর উদ্ধার করে। একই সঙ্গে বিপুল পরিমাণ মদ ও ডলার উদ্ধার করে র‌্যাব।

অভিযোগ রয়েছে, শামীম গণপূর্ত মন্ত্রণালয়ের অধিকাংশ বড় প্রকল্পের দরপত্র একাই বাগিয়ে নিয়ে কাজ করছে। বর্তমানে শামীমের প্রতিষ্ঠান ২২টি প্রকল্পের কাজ করছে। এসব প্রকল্পের কাজ নিতে শামীম গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের এক হাজার ৫০০ কোটি টাকা ঘুষ প্রদান করে বলে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here