সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু

0
0

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার শালাইপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।নিহত ব্যক্তিরা হলেন বাড়ির মালিক মোহাম্মদ আলী (৩৪) ও নির্মাণশ্রমিক নাঈম হোসেন (২৫)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মোহাম্মদ আলীর বাড়ির সেপটিক ট্যাংকের নির্মাণকাজ সম্প্রতি শেষ করা হয়। আজ সকালে নির্মাণশ্রমিকেরা সেপটিক ট্যাংকের সাটারিংয়ের কাঠ ও বাঁশ খোলার জন্য মোহাম্মদ আলীর বাড়িতে যান। সকাল ১০টার দিকে নির্মাণশ্রমিক নাঈম সাটারিংয়ের কাঠ ও বাঁশ খুলতে ট্যাংকের নিচে নামেন। তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির মালিক মোহাম্মদ আলীও সেপটিক ট্যাংকের ভেতরে নামেন। তাদের দুজনের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশী জাকারিয়া হোসেন ট্যাংকের কাছে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর প্রতিবেশীরা গিয়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।গত ৩১ জুলাই একই ধরনের ঘটনায় আক্কেলপুর উপজেলার জাফরপুর হিন্দুপাড়া গ্রামে সেপটিক ট্যাংকে নেমে ছয়জনের মৃত্যু হয়। দেড় মাসের মাথায় পাঁচবিবিতে একই ঘটনা ঘটল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here