যশোরের কচুয়া ও শার্শায় দুটি গত্যার ঘটনা ঘটেছে

0
0

 

যশোর সদর ও শার্শায় দুটি হত্যার ঘটনা ঘটেছে।সদরের কচুয়ায় মাছ চোর সন্দেহে একজন পিটিয়ে হত্যা করা হয়েছে।অপরদিকে শার্শা উপজেলার হাড়িখালি থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসি ও নরেন্দ্রপুর ফাঁড়ির ইনচার্জ গোলাম মোর্তুজা জানান, যশোরের কচুয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহ আলম নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় জিল্লুর রহমান নামের একজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, এলাকার পাগলার বিলে জিল্লুর রহমানের জমি আছে। গতকাল রাতে বৃষ্টি হওয়ায় তিনি শাহ আলমকে সাথে নিয়ে ওই জমিতে বাঁধ দিতে যান। এসময় স্থানীয়রা তাদেরকে মাছ চোর মনে করে আটকে রেখে গণপিটুনি দেয়। এক পর্যায়ে শাহ আলমের মৃত্যু হয়। খবর পেয়ে আজ দুপুরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে এসেছে পুলিশ। আহত জিল্লুর রহমানকে দুপুরে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে যশোরের শার্শার হাড়িখালী থেকে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের হাড়িখালী মোড়ের পশ্চিমপাশের একটি আমবাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে।
তার শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি । তবে লাশের পাশে একটি বোতল পাওয়া গেছে। তার নাক-মুখে রক্ত লেগে আছে। সে আতœহত্যা করেছে না তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে পুলিশ সেটা নিশ্চিত করতে পারেনি।
এ সংবাদ লেখা পর্যন্ত স্থানীয়রা তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।
লাশটি ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত ছাড়া কিছু বলা যাবে না। সে কিভাবে মারা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here