মণিরামপুরে কনের পিতাকে একমাস ও বরকে ১৫দিনের কারাদন্ড

0
0

যশোরের মণিরামপুরে পৃথক বাল্য বিয়ের ঘটনায় কনের পিতাকে ১ মাস এবং বরকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বেলা আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান এ আদালত পরিচালনা করেন। কারাদন্ড প্রাপ্তদের থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। দÐপ্রাপ্ত পিতা বুলবুল হোসেন (৪৭) উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত জাহান আলীর ছেলে। অপর ঘটনায় দÐপ্রাপ্ত বর মুন্না (২৬) পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার রফিকুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার আব্দুল মান্নান জানান, সোমবার উপজেলার এনায়েতপুর গ্রামে বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসান বিয়ে বাড়িতে উপস্থিত হন। এসময় বরপক্ষকে ভোজের আয়োজনের ব্যবস্থা করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কনে এনায়েতপুর বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে পড়–য়া শারমিন সুলতানা ও তার মাসহ অন্যরা সটকে পড়েন। কনের পিতা বুলবুল হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে কনের বয়স বাড়াতে ভুয়া জন্ম সনদ বানানোর সত্যতা পান আদালত। বাল্য বিয়ের আয়োজন ও ভুয়া জন্ম সনদের দায়ে কনের পিতা বুলবুল হোসেনকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
একই দিন বাল্য বিয়ের খবর পেয়ে উপজেলার সরসকাটি গ্রামের নুরুল ইসলামের বাড়িতে হানা দেন ভ্রাম্যমাণ আদালত। এদিনও ওই বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। আগের দিন রোববার নোটারি পাবলিকের মাধ্যমে বয়স এফিডেভিট করে মুড়োগাছা মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়–য়া নুরজাহানকে পার্শ্ববর্তি ঝিকরগাছা উপজেলার নোয়াীল গ্রামের রফিকুল ইসলামের ছেলে মুন্নার বিয়ে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মুন্নাকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। থানার এসআই জহির রায়হান জানান, দন্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে জেলখানায় সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here