ভোলার মেঘনা ও তেতুঁলিয়া ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ

0
0

ভোলার সীমান্তবর্তী মেঘনা ও তেতুঁলিয়া নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালি ইলিশ। তবে বড় ইলিশের চেয়ে ছোট ইলিশই বেশি ধরা পড়ছে। জমে উঠছে মাছ ঘাট এলাকাগুলো। ব্যস্ত সময় পার করছেন জেলে ও আড়ৎদাররা। এ ভাবে ইলিশ মাছ ধরা পড়লে দাদন নেয়া জেলেরা আড়ৎদারদের দাদন পরিশোধ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন জেলেরা।

সরজমিনে মেঘনার তীরে গড়ে উঠা, সদরের নাছির মাঝির ঘাট, ভোলার খাল ঘাট, তুলাতলি ঘাট, মির্জাকালু মাছ ঘাট, দিদার মাঝি মাছ ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, ঘাটে ট্রলার নৌকা ভীড়ছে। আর জেলেরা চোখে মুখে আনন্দের সাথে ঘাটে মাছ তুলছে। এরপর হাকডাক দিয়ে রূপালি ইলিশ বিক্রি হচ্ছে। ছোট ইলিশ ৪ পিচ ২শত থেকে ৩ শত টাকা, মাঝারি ইলিশ ৪শত থেকে ৮ শত টাকা, আর বড় ইলিশ ৪ পিচ ৩ হাজার থেকে ৪ হাজার টাকা ধরে বিক্রি হচ্ছে। যদিও বড় ইলিশের চেয়ে ছোট ইলিশের সংখ্যাই বেশি দেখা যাচ্ছে। ইলিশ মাছ বিক্রি করে টাকা হাতে নিয়ে খুশিতে বাড়িতে ফিরছে জেলেরা। মেঘরার মির্জাকালু মাছ ঘাটের আলম মাঝি, শাহাবুদ্দিন মাঝি, জুয়েল মাঝি ও তেতুঁলিয়া নদীর দেউলা মাছ ঘাটের আঃ রহমান ও মো.কামাল মাঝি জানান, গত কয়েকদিন যাবত তাদের জালে ইলিশ ধরা পড়ছে।

জাল পেলতেই অল্প সময়ে আমরা অনেক মাছ ধরতে পারছি। নিষেধাজ্ঞার পূর্ব পর্যন্ত মাছ জালে ধরা পড়ে তাহলে আমাদের দেনা পরিশোধ করতে পারবো বলে আশা প্রকাশ করেন। এব্যাপারে ভোলা সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, বর্তমানে জেলেদের জালে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ছে। গত বছরের চেয়ে এবার ইলিশ উৎপাদন বৃদ্ধি পেয়েছে যার সুফল জেলেরাই পাবে। আগামী ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ইলিশ প্রজন্ম দিন নির্ধারণ করা হয়েছে। এসময় ইলিশ ধরা বিক্রি বহন সম্পূর্ণ নিষেধ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here