হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম বিক্রি করবো না: মার্ক জাকারবার্গ

যতই দামই অফার করা হোক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম বিক্রি করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। বর্তমান সময়ে ফেসবুকের সবচেয়ে বড় সমালোচক সিনেটর জশ হাউলি। এক টুইট বার্তায় হাউলি জানান, জাকারবার্গের সঙ্গে তিনি ওয়াশিংটনে সাক্ষাৎ করেছেন। ফেসবুক পক্ষপাতিত্ব, গোপনীয়তা এবং প্রতিযোগিতার ব্যাপারে কতটা সচেতন তা দেখাতে জাকারবার্গকে দু‘টি পদক্ষেপ নিতে বলা হয়েছে। প্রথমত, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম বিক্রি করতে হবে এবং দ্বিতীয়ত, সেন্সরশিপের ক্ষেত্রে স্বাধীন তৃতীয় পক্ষের কাছে নিরীক্ষণের জন্য উন্মুক্ত হতে হবে।

আইএএনএস-এর সংবাদে বলা হয়, সামাজিক মাধ্যমটি ভাঙ্গার এই বিষয়ে অনেক সিনেটরই সমর্থন দিচ্ছেন বলেও জানানো হয়েছে। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী সিনেটর কামালা হ্যারিস কর্তৃপক্ষের ওপরে জোর দিয়েছেন বিষয়টিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য। তবে দু’টি চ্যালেঞ্জকেই নাকচ করে দিয়েছেন মার্ক জাকারবার্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here