র‌্যাবকে ১০ কোটির প্রস্তাব দেন জি কে শামীম

0
0

যুবলীগ নেতা ও প্রভাবশালী ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের নিকেতনের অফিসের শুক্রবার অভিযান ও তল্লাশি চালায় র‌্যাব। এ সময় জি কে শামীম র‌্যাব কর্মকর্তাদের অভিযান ও তল্লাশি না করার পরিবর্তে র‍্যাবের এক কর্মকর্তাকে বড় অংকের ঘুষ দেওয়ার প্রস্তাব দেন। তবে র‌্যাব তার প্রস্তাবে রাজি না হয়ে অভিযান চালায়। জব্দ করা হয় নগদ টাকা, সরঞ্জাম, এফডিআরসহ মাদক।

র‌্যাব সূত্র জানায়, জি কে শামীম তার অফিস ও বাসায় অভিযান না চালাতে এবং গ্রেফতার এড়াতে র‌্যাবকে ১০ কোটি টাকার ঘুষের প্রস্তাব দেন। তবে প্রস্তাব আমলে না নিয়ে তার কার্যালয়ে অভিযান চালায় এবং জি কে শামীমসহ তার সাত দেহরক্ষীকে গ্রেফতার করে র‌্যাব।

এদিকে, রিমান্ডে নেয়ার আগে শামীমকে জিজ্ঞাসাবাদে করে র‌্যাব। দায়িত্বশীল সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের পর শামীম গণপূর্ত অধিদফতরের ২০ জন সাবেক সরকারি কর্মকর্তার নাম বলেছেন, যাদের মাসে ২-৫ লাখ টাকা দিতেন তিনি। সরকারি কর্মকর্তারা টাকার বদলে শামীমকে ঠিকাদারির কাজের টেন্ডার পেতে সাহায্য করতেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here