পাবনায় বর, কাজীসহ ৫ জনের জেল-জরিমানা, কন্যার বাবা পাচ্ছেন নতুন বাড়ি, সরকারি খরচে পড়ার সুযোগ

পাবনায় বাল্য বিয়ে বন্ধ ও বিয়ের সাথে সংশ্লিষ্ট ৫ জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অন্যদিকে কন্যার পরিবার দরিদ্র হওয়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে তাকে দেয়া হচ্ছে নতুন বাড়ি এবং কন্যা পাচ্ছে সরকারি খরচে পড়ালেখার সুযোগ।
পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের খয়েরবাগান এলাকায় শুক্রবার রাতে মাদরাসা পড়–য়া সপ্তর শ্রেণির এক ছাত্রীকে বাল্য বিয়ে দেয়া হচ্ছে এমন খবরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সদর উপজেলা প্রশাসন ও পুলিশ বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে।
এ সময় বর নাইম হোসেন (২৪), তার বাবা ও তিন ভগ্নিপতিকে কারাদন্ড এবং কাজীকে আর্থিক জরিমানা করা হয়েছে বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে।
পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বাল্যবিয়ে বন্ধের এই অভিযান চালানো হয়। এ সময় আমরা বাল্য বিয়ের কার্যক্রম বন্ধ করে ছেলে, ছেলের বাবা, তিন ভগ্নিপতি ও কাজীকে আটক করি।
পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, স্থানীয়দের দেওয়া গোপন তথ্যে জানতে পেরে পুলিশের সহযোগিতায় খয়ের বাগান এলাকায় গিয়ে একটি বাল্য বিয়ে প্রতিরোধ করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ঘটনার সত্যতা পাওয়ায় বরসহ চারজনকে কারাদন্ড ও কাজীকে অর্থদন্ড দেওয়া হয়।
তিনি বলেন, বর নাইম হোসেনকে (২৪) বাল্যবিয়ে আইনে এক বছরের বিনাশ্রম কারাদন্ড। তার বাবা হেলাল হোসেনসহ বরের তিন ভগ্নিপতি- সদর উপজেলার নলদাহ গ্রামের রোস্তম মোল্লার ছেলে হামিদুল ইসলাম, একই গ্রামের শাহজাহান প্রামানিকের ছেলে শাহাবুদ্দিন ও বগুড়ার শিবগঞ্জ থানার লক্ষ্মীতলা গ্রামের নুরুল ইসলামের ছেলে শিবাবুদ্দিনকে ছয় মাসের সাজা দেওয়া হয়। এছাড়া বাল্যবিয়ের পড়াতে আসার জন্য কাজী আওকাত হোসেনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও জয়নাল আবেদীন জানান, মেয়ের বাবা নিজের ভুল এবং দারিদ্রতার কথা স্বীকার করেছেন। সরকারের পক্ষ থেকে আমরা মেয়েটির শিক্ষার সকল দায়িত্ব নিয়েছি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে তাকে একটি বাড়ি নির্মাণ করে দেওয়ার কথাও বলা হয়েছে। মেয়ের প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য তার কাছে থেকে মুচলেকা নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারের নিয়মনীতি অনুসারে বাল্যবিয়ে প্রতিরোধে আমরা অভিযান করেছি। অপ্রাপ্তবয়স্ক কোনো মেয়ে বা ছেলের বিয়ের সংবাদ পেলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি ভাবে নতুন বাড়ি পাচ্ছেন, মেয়েটি সরকারি খরচে পড়ালেখা সুযোগ পাওয়ায় ভূক্তভোগী পরিবার প্রধানমন্ত্রীসহ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

কামাল সিদ্দিকী, পাবনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here