পাবনায় জেলের জালে উঠলো বিদেশী মদ

0
0

পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জের গোয়ালিয়া বাজার সংলগ্ন পদ্মায় রোববার দুপুরে জেলেরা মাছ ধরার সময়ে তাদের জালে ধরা পড়েছে বিদেশী মদ। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হাদিউল ইসলাম জানান, স্থানীয় জেলেরা পদ্মায় মাছ ধরার সময়ে তাদের জালে একটি প্লাষ্টিকের ড্রাম জালে আটকে যায়। ওই ড্রাম দেখে জেলেদের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে উপপরিদর্শক গোপাল চন্দ্র মন্ডল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যান। নদী থেকে পুলিশ ড্রাম উদ্ধার করে উপরে নিয়ে এসে ড্রাম খুলে ২৮ বোতল বিদেশী মদ ও একটি মোবাইল ফোন পাওয়া যায়।

ওসি হাদিউল ইসলাম বলেন, পুলিশের ধারণা মাদক ব্যবসায়ীরা নদী পথে নতুন পদ্ধতিতে মদ পাচার করছিল। আর পাচারের জন্য ব্যবহার করা হয়েছে মুঠোফোন। মুঠোফোন লোকেশনেই মাদকগুলোর অবস্থান সনাক্ত করছিল মাদক কারবারীরা এমন দাবী পুলিশের। পুলিশ বিদেশী এই মদ ও মোবাইল ফোন উদ্ধারের পর বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে দেখছে। এই মদের চালানের সাথে কারা কিভাবে জড়িয়ে রয়েছে অনুসন্ধান চালানো হচ্ছে।

কামাল সিদ্দিকী, পাবনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here