দলদাস দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনার কারণে বিশৃঙ্খলা হচ্ছে: ভিপি নুর

0
0

রাজনৈতিক অনুগত ও দলদাস লোক দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করার কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এক বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ভিসির অনুগত বহিরাগতদের হামলার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

নুরুল হক নুর বলেন, আজ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অরাজকতা চলছে। ৯০ এর দশকে ছাত্র আন্দোলন দমাতে বিশ্ববিদ্যালয়গুলোতে লেজুড়বৃত্তির রাজনীতি শুরু হয়। কিন্তু সেটাতেও না পেরে প্রশাসনে দলদাস প্রশাসক বসানো শুরু হয়। এই দলদাস, রাজনৈতিক অনুগত লোক দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।’এসময় তিনি সকল অনিয়ম-অন্যায় রুখে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

গোপালগঞ্জের প্রশাসন ও সর্বস্তরের মানুষদের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে কোনো লাভ হবে না। ১৯৫১ থেকে ’৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ছাত্ররাই বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল। সুতরাং ছাত্রদের যৌক্তিক আন্দোলন মেনে না নিয়ে দমানোর চেষ্টা করা হলে সেটি ভুল হবে।

সমাবেশে ডাকসুর সমাজ সেবা বিষয়ক সম্পাদক আখতার হোসেন, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষরণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বক্তব্য রাখেন। সমাবেশ থেকে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবি জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here