যুবলীগ নেতা শামীমের কার্যালয়ে ‘টাকা আর টাকা’

0
0

রাজধানীর নিকেতনে যুবলীগের কেন্দ্রীয় সমবায় সম্পাদক জি কে শামীমের অফিসে অভিযান চালিয়ে কোটি টাকা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ছাড়া বিপুল পরিমান স্থায়ী আমানতের (এফডিআর) কাগজ পাওয়া গেছে। আজ শুক্রবার বেলা ১১টা থেকে জি কে শামীমের নিকেতনের ডি ব্লকের ৫ নম্বর রোডের ১৪৪ নম্বর বাসা ঘিরে ফেলে র‌্যাব। এর আগে নিকেতনে এই যুবলীগ নেতার আরেকটি বাসা থেকে তাকে ডেকে আনা হয়। পরে তাকে আটক করেই অভিযান চালায় র‌্যাব। প্রায় ২ ঘণ্টার অভিযানে এই যুবলীগ নেতার ছয় দেহরক্ষীকেও আটক করা করা হয়। এ সময় সেখান থেকে টাকা ছাড়াও মদের বোতল ও অস্ত্র পেয়েছে র‌্যাব।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এই যুবলীগ নেতার কার্যালয়ে অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল। জি কে শামীম র‌্যাবকে জানিয়েছেন, তার কার্যালয়ে প্রায় ২০০ কোটি টাকার এফডিআর আছে।

জানা গেছে, যুবলীগ নেতার কার্যালয়ে টাকা গুনে কূল পাচ্ছেন না র‌্যাবের ম্যাজিস্ট্রেটসহ কর্মকর্তারা। আর তাদের সঙ্গেই বসে আছেন জি কে শামীম। পরনে একটি হ্যাফ শার্ট ও প্যান্ট। এই অফিসের চারতলায় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কিং সেকশন এবং তিনতলায় অ্যাকাউন্টস সেকশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here